× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজ্ঞাপন থেকে ইউটিউবের বিপুল আয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ২১:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত এক বছরে ৪ হাজার কোটি ডলার রাজস্ব আয় করেছে গুগলের ভিডিও সেবা প্ল্যাটফর্ম ইউটিউব। এ আয়ের বড় অংশ এসেছে বিজ্ঞাপন থেকে, তবে সাবস্ক্রিপশন থেকেও বিপুল আয় করছে ইউটিউব বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নিল মোহন। 

এখন ইউটিউবের রাজস্বের সিংহভাগই আসে বিজ্ঞাপন থেকে। তবে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যালায়েন্স বের্নস্টেইনের সূত্রে বিজনেস ইনসাইডার জানিয়েছে, গত এক বছরে ইউটিউব যে ৪ হাজার কোটি ডলার রাজস্ব আয় করেছে এর মধ্যে ২ হাজার ৯০০ কোটি ডলার এসেছে বিজ্ঞাপন থেকে, ১ হাজার ১০০ কোটি ডলার এসেছে সাবস্ক্রিপশন বা অ্যাকাউন্ট বাবদ গ্রাহকের কাছ থেকে পাওয়া অর্থ থেকে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রযুক্তি, মিডিয়া ও টেলিকমবিষয়ক এক সম্মেলনে অংশ নেন ইউটিউবের প্রধান নির্বাহী নিল মোহন। 

তিনি বলেন, সাবস্ক্রিপশনে ইউটিউব অনেক বিনিয়োগ করলেও বিজ্ঞাপন থেকেই তার মূল আয় হবে। যদিও বিজ্ঞাপন থেকে ইউটিউবের আয় গত তিন প্রান্তিকে টানা কমেছে। শেষ প্রান্তিকে ইউটিউবের বিজ্ঞাপনী আয় ২ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭০ কোটি ডলার।

এদিকে নেটফ্লিক্স ২০২২ সালে রাজস্ব আয় করেছে ৩ হাজার ১৫০ কোটি ডলার। সেই হিসাবে গুগলের সাবস্ক্রিপশন বাবদ আয় নেটফ্লিক্সের এক-তৃতীয়াংশেরও বেশি। এটা ইউটিউবের ব্যবসার নতুন দিক বলে মনে করছে বিজনেস ইনসাইডার। সূত্র : ব্লুমবার্গ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা