প্রবা ফটো
দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। কমেছে সূচক ও লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম। ফলে টানা তিন কর্মদিবস উত্থানের পর পুঁজিবাজারে দরপতন হলো।
রবিবার দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট।
ডিএসইর তথ্যমতে, মোট ১৫ কোটি ৮৬ লাখ ২ হাজার ১৮২টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮১১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৯১ লাখ ৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে ৬ হাজার ২৮১ পয়েন্ট পয়েন্টে দাঁড়ায়।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৬১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ১৯২টি কোম্পানির শেয়ারের দাম।
রবিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইনস্যুরেন্সের শেয়ার। এর পর রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার। এ ছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে চাটার্ড লাইফ ইনস্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সি ফুডস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইনস্যুরেন্স এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১০ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টির দাম।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.