× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বব্যাপী সৌরবিদ্যুতে বিনিয়োগ বাড়ছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৪:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব জ্বালানিতে বিনিয়োগ বাড়ছে। ইতোমধ্যে যার প্রভাব পড়তে শুরু করেছে। প্রথমবারের মতো বিশ্বজুড়ে খনিজ তেলের চেয়ে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ খাতে বেশি বিনিয়োগ হয়েছে। 

চলতি বছরের প্রথম পাঁচ মাসে বিশ্বজুড়ে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ হয়েছে ৩৮ হাজার কোটি ডলার; অন্যদিকে খনিজ তেল খাতে বিনিয়োগ ৩৭ হাজার কোটি ডলার হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি (আইইএ)। 

শুধু সৌরবিদ্যুৎই নয়, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির সব খাতেই বাড়ছে বিদেশি বিনিয়োগ। আইইএর গবেষকদের ধারণা, সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যৎ, জলবিদ্যুৎসহ বিভিন্ন খাতে বৈশ্বিক বিনিয়োগ চলতি ২০২৩ সালেই ১ লাখ ৭০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে; যা ২০২১ সালের তুলনায় ২৫ শতাংশেরও বেশি হবে।

এদিকে বৈশ্বিক জ্বালানি সম্পদ ও জ্বালানির বাজার সম্পর্কিত গবেষণা সংস্থা এম্বারের ডেটা ইনসাইটস বিভাগের নির্বাহী ডেভ জোনস এ সম্পর্কে বলেন, ‘সৌরবিদ্যুৎ যে দিন দিন জ্বালানি খাতে বড় জায়গা নিয়ে নিচ্ছে এ পরিসংখ্যান তারই প্রমাণ।’

আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, ‘মাত্র পাঁচ বছর আগেও নবায়নযোগ্য জ্বালানি ও জীবাশ্ম জ্বালানির মধ্যকার বিনিয়োগের অনুপাত ছিল ১:১। কিন্তু বর্তমান সময়ে যদি জীবাশ্ম জ্বালানি খাতে ১ ডলার বিনিয়োগ হয়, একই সময়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ হয় ১ দশমিক ৭ ডলার।’ সূত্র : সিএনএন ও আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা