× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলা দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি বাড়ছে

মোংলা প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৫:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর কল্যাণে মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয়েছে ২০২২ সালের ২৭ জুলাই। এরই ধারাবাহিকতায় এ বন্দর দিয়ে রেডিমেড গার্মেন্টস পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। 

গতকাল মঙ্গলবার ঢাকার ফকির নিটওয়্যার, এপেক্স লিংগারি, এপেক্স স্পিনিং, নিট কনসার্ন, ফ্লামিংগো ফ্যাশন, অনন্ত গার্মেন্টস, লিবার্টি নিটওয়্যার, একেএম নিটওয়্যার, স্টার্লিং ডেনিমস, স্টার্লিং স্টাইলস লিমিটেডসহ ১০টি গার্মেন্ট ফ্যাক্টরির তৈরি পোশাক রপ্তানি হয়েছে। বাচ্চাদের পোশাক, লেগিংস, ট্রাউজার, হেয়ার ব্যান্ডসহ বিভিন্ন গার্মেন্টস পণ্য পোল্যান্ডের উদ্দেশে একটি জাহাজ রওনা দিয়েছে। 

সকাল ১০টা নাগাদ এই পণ্য নিয়ে বন্দর ছাড়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস কিনজহো’ জাহাজ। চলতি বছরের জুন মাসের ২২ তারিখ ‘এমভি মার্কস মোংলা’ নামে আরও একটি জাহাজে করে একই ধরনের রেডিমেড গার্মেন্টস পণ্য রপ্তানি হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামন জানান, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব কমে আসে। বর্তমানে ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। অন্যদিকে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। এ ছাড়া মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয়। একই সঙ্গে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। এ কারণে ব্যবসায়ীদের মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে আগ্রহ বাড়ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা