× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ায় শপিং চ্যানেল চালু করছে ইউটিউব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ২০:৫৭ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ১৪:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় ব্যবসা-বাণিজ্যিক লাইভ সম্প্রচার করতে প্রথম অফিসিয়াল শপিং চ্যানেল চালু করছে ইউটিউব। চলতি মাসের ৩০ তারিখ নাগাদ ইউটিউবের শপিং চ্যানেলটি যাত্রা শুরু করবে বলে জানা গেছে। 

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট নাভের করপোরেশন লাইভ-স্ট্রিমিং বাণিজ্যসংক্রান্ত ব্যবসা করছে। প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান ব্যবসা-বাণিজ্যের সরাসরি সম্প্রচারে নেতৃত্ব দিচ্ছে। গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান আলফাবেট বিশ্বজুড়ে বাজারের নেতৃত্ব দিতে ইউটিউবের শপিং চ্যানেলটি পরীক্ষামূলকভাবে দক্ষিণ কোরিয়ায় চালু করছে, যার মধ্য দিয়ে অনলাইন কেনাকাটার প্রধান মাধ্যম হিসেবে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। 

কোরিয়ার বিভিন্ন গণমাধ্যম জানায়, ইউটিউবের বাণিজ্যিক চ্যানেলটি কোরিয়ান ভাষায় কাজ করবে। প্রাথমিকভাবে চ্যানেলটি পরীক্ষামূলক ৯০ দিনের প্রকল্প হিসেবে কাজ করবে। এ ছাড়া বাণিজ্যিক চ্যানেলটি দক্ষিণ কোরিয়ার ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে ই-কমার্স প্ল্যাটফর্ম প্রদান করবে, যাতে লাইভ বা সরাসরি সম্প্রচারে এসে পণ্য বিক্রি করতে পারে। প্রথমেই কোরিয়ার ৩০ শপিং ব্র্যান্ডের পণ্যসামগ্রী সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়াও ইউটিউব দক্ষিণ কোরিয়ায় প্রথম অফিসিয়াল শপিং চ্যানেল বা বাণিজিক চ্যানেল করার প্ররিকল্পনা গ্রহণ করেছে। 

ইউটিউবের একজন মুখপাত্র বলেন, ‘আমরা ইউটিউবের শপিং চ্যানেলটির পরীক্ষাকালীন সময়ে শপিং ফিচারে নানান পরিবর্তন আনতে পারি।’ 

তবে এ সময়ে তিনি বাণিজ্যিক চ্যানেলটির বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য প্রদান করেনি।

গুগলের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনাকাটা সহজ হবে। 

এদিকে গতকাল বুধবার সকালে ইউটিউবের খবর প্রকাশের পর নাভেরের শেয়ারদর কমেছে ৪ শতাংশ এবং খুচরা বিক্রেতা লোটে শপিংয়ের শেয়ারদর কমেছে ৩ দশমিক ৩ শতাংশ। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা