× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইন গেমিংয়ের নতুন পণ্যের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১২:৪৪ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ১৩:০৬ পিএম

অনলাইন গেমিং-এ নতুন কিছু করতে চাইছে ইউটিউব। ছবি : সংগৃহীত

অনলাইন গেমিং-এ নতুন কিছু করতে চাইছে ইউটিউব। ছবি : সংগৃহীত

অনলাইনের এ যুগে যতই দিন যাচ্ছে ভিডিও গেমিং শিল্প ততই প্রসারিত হচ্ছে। এমনকি বিভিন্ন মহলে ই-স্পোর্টস এখন মূলধারার স্পোর্টস হিসেবে স্বীকৃত। এতে এবার বিশেষ দৃষ্টি দিয়েছে অ্যালফাবেট মালিকানাধীন বিশ্বের সবচেয় বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব।   

ইউটিউব অভ্যন্তরীণভাবে অনলাইন গেম খেলার নতুন একটি পণ্য পরীক্ষা করে দেখছে। গুগলের কর্মীদের পাঠানো এক ইমেইলের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সেই ইমেইল বার্তায় কোম্পানিটি তার কর্মীদের প্লেয়েবলস নামে নতুন একটি ইউটিউব পণ্যের মাধ্যমে আর্কেড জনরার স্ট্যাক বাউন্সের মতো গেম পরীক্ষামূলকভাবে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

নতুন এই পণ্যের উন্নয়ন ঠিক কোন পর্যায়ে আছে, তা জানা যায়নি। ইউটিউব কর্তৃপক্ষও এ বিষয়ে খুব বেশি কিছু জানাতে আগ্রহী নয়।  

তবে ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গেমগুলো ইউটিউবের ওয়েব ব্রাউজারে, গুগল বা অ্যান্ড্রয়েড ডিভাইস ও অ্যাপলের আইওএস মোবাইল সিস্টেম চালিত ডিভাইসে খেলা যাবে।

ইউটিউবের একজন মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এ ধরনের অনলাইন গেমিং পণ্য নিয়ে কাজ করছে তারা। নতুন কিছু ফিচারের পরীক্ষা-নিরীক্ষাও চলছে। তিনি বলেন, এখনই ঘোষণা করার কিছু নেই।  

অ্যালফাবেট আশা করছে, নিকট ভবিষ্যতে অনলাইন গেমিং ইউটিউবকে গেমিং শিল্প থেকে অর্থ উপার্জনের আরেকটি উপায় প্রদান করবে।


সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা