প্রবা প্রতিবেদনক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৯:২৩ পিএম
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।
এর আগের হিসাব বছরে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। সর্বশেষ কোম্পানিটি ২০২০ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।
এছাড়াও কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ কমেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ কোটি ৭১ লাখ টাকা। আগের প্রান্তিকে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১১৫ কোটি ৭৫ লাখ টাকা। ফলে আগের বছরের তুলনায় কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ ৭০ কোটি ৩ লাখ টাকা কমেছে