× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছের বাজার আকাশছোঁয়া, বেড়েছে ডিমের দামও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৯:৫৭ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ০৯:৫২ এএম

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। সংগৃহীত ফটো

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। সংগৃহীত ফটো

রাজধানীর কাঁচাবাজারগুলোতে শাক-সবজি ও গরুর মাংসের দাম কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহে এক হালি ডিম ৪৫ টাকায় বিক্রি হলেও বৃহস্পতিবার (৩ আগস্ট) বিক্রি হয়েছে ৫০ টাকায়। আর ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

এ দিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কলমিলতা কাঁচাবাজারে গিয়ে কথা হয় কাউসার আহমেদের সঙ্গে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কাউসার জানান, ৭৫ টাকা কেজি দরে চাল কিনেছেন, পেঁয়াজ ৬০ টাকা ও ডিম ৫০ টাকা হালি, যা গত সপ্তাহে আরও কম ছিল।

একই বাজারের ইমরান রাইছ মিলের স্বত্বাধিকারী মুসলেম উদ্দিন বলেন, ‘পাইজাম চাল ৪৫-৫২ ও মিনিকেট ৬০-৬২ টাকায় বিক্রি হচ্ছে। আগে যারা এক বস্তা চাল কিনতেন এখন ৩-৪ কেজি করে কিনছেন। দৈনিক ৭-৮ মণ চাল বিক্রি করতে পারতাম, সেটি নেমে এসেছে ২ মণে।’

রাজধানীর কারওয়ান বাজারে কথা হয় মুরগি বিক্রেতা মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ’ব্রয়লার মুরগি ১০ টাকা বেড়ে ১৮০ টাকা ও সোনালি ২০ টাকা বেড়ে ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।’

একই বাজারের মাংস বিক্রেতা মোহাম্মাদ আলী মামুন বলেন, ‘গত সপ্তাহে গরুর মাংস ৭৮০-৮০০ টাকায় বিক্রি হলেও আজ ৭৫০ টাকায় এবং খাসির মাংস গত সপ্তাহে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়। তবে বিক্রি আগের তুলনায় কম। আগে দৈনিক ১০টি খাসি বিক্রি করা যেত, এখন বিক্রি হয় ৩-৪টি।’

সবজি বিক্রেতা রাজিব হোসেন জানান, বেগুন ৫০-৬০, করলা ৮০, আলু ৫০, পেঁপে ৪০ ও কচুমুখী ৭০ টাকায় বিক্রি করছেন। এ ছাড়া কাঁচা মরিচ ২০০, লাউ ৫০, শসা ৬০ ও আদা ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দাম আকাশছোঁয়া। দেড় কেজির ইলিশ ৩ হাজার টাকা ও ৮০০ গ্রামের ইলিশ ১ হাজার ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৮০ টাকা, বড় রুই ৪৫০ টাকা, সাধারণ রুই ৩৮০ টাকা, পাঙাশ ২২০ টাকা ও সিলভার কার্প ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বরিশাল বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের মালিক আমিন শুভ জানান, বর্তমানে কাঁচা মরিচ পাইকারি বাজারে ১০০ থেকে ১২০ টাকা কেজি, খুচরা দেড়শ থেকে ২০০ টাকায়, শসা ৪০-৪৫ টাকা, করলা ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ২০ টাকায় বিক্রি হচ্ছে। বরিশালে গত সপ্তাহে পটোল ১৫-২০ টাকায় বিক্রি হতো, বর্তমানে ২০-৩০ টাকা। গরুর মাংস ৮০০-৮৫০ টাকা, দেশি মুরগি ৬০০-৬৫০ টাকা, বয়লার ১৬০-১৭০ টাকা, সোনালি ২৭০ টাকা ও ইলিশ মাছ আকার ও ওজনভেদে ৮০০-২৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

অন্যদিকে ময়মনসিংহ সদরে নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচের দাম অনেক কমেছে। বর্তমানে এক থেকে দেড়শ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। নগরীর মেছুয়া ও নতুন বাজারে পটোল ৪০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, লাউ ৫০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা খুচরা মূল্যে বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারে এসব সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা কম বলে জানান নতুন বাজারের সবজি বিক্রেতা আব্দুস সোবহান।

তিনি বলেন, ১০-১৫ দিন পূর্বে এসব সবজির দাম আরও বেশি ছিল। বর্তমানে সবজির বাজার স্থিতিশীল রয়েছে।


যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছেন ঢাকা থেকে ফারুক আহমাদ আরিফ, ময়মনসিংহের মীর গোলাম মোস্তফা ও বরিশালের মঈনুল ইসলাম সবুজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা