বরিশাল অফিস
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৯:৩৭ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৯:৫৮ পিএম
পেঁয়াজ রপ্তানিতে ভারতের ৪০ শতাংশ শুল্ক আরোপের কারণে বাংলাদেশের বাজারে দাম বেড়েছে। প্রবা ফটো
বরিশালে
এক দিনের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। পেঁয়াজ
রপ্তানিতে ভারতের ৪০ শতাংশ শুল্ক আরোপের কারণে বাংলাদেশের বাজারে দাম বেড়েছে।
ব্যবসায়ীদের
দাবি, হঠাৎই আমদানি করা পেঁয়াজের দাম কেজিপ্রতি পাঁচ থেকে ছয় টাকা রাড়ায় এর প্রভাব বরিশালের
বাজারগুলোতেও পড়েছে। বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ
ক্রেতারা। রবিবার (২০ আগস্ট) নগরীর বিভিন্ন বাজারে এ চিত্র দেখা গেছে।
নগরীর
পোর্টরোডের পাইকারি পেঁয়াজ বিক্রির প্রতিষ্ঠান চন্দ্রমোহন বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী মো.
নাঈম ইসলাম বলেন, ’শনিবারও মানভেদে আমদানিকৃত পেঁয়াজ ৪৬ থেকে ৪৭ টাকায় বিক্রি
হয়েছে। সেখানে আজ রাত থেকে সেই পেঁয়াজ আমদানিকারকদের কাছ থেকে ৫২ থেকে ৫৩ টাকায় কিনতে
হচ্ছে। যা আমরা ৫৫ থেকে ৫৬ টাকায় বিক্রি করি। এর মধ্যে পরিবহন ও শ্রমিক খরচ রয়েছে।’
নগরীর
আরেক পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমদানিকারকরা হঠাৎ পেঁয়াজের
দাম বৃদ্ধি করায় আমাদেরও দাম বৃদ্ধি করতে হয়েছে। বর্তমানে পেঁয়াজের মানভেদে ৫৫ থেকে
৫৬ টাকা দরে বিক্রি করছি। পরিবহন ও শ্রমিক খরচ বাদ দিয়ে পঞ্চাশ পয়সা থেকে এক
টাকা লাভ থাকে।’
নগরীর বাজার রোডের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী মো. জহির উদ্দিন জানান, হঠাৎ করে ১২ ঘণ্টার ব্যবধানে আড়তে পেঁয়াজের দাম বেড়েছে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত। আমরা আড়ত থেকে যে দামে পেঁয়াজ ক্রয় করি, তার থেকে তিন থেকে পাঁচ টাকা অতিরিক্ত দামে বিক্রি করি। শনিবার পাইকারি আড়ত থেকে ৫৬ থেকে ৫৮ টাকা দামে পেঁয়াজ ক্রয় করেছি। যা খুচরা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি করতে হচ্ছে।’