হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২১:১৫ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২১:৫৮ পিএম
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর। প্রবা ফটো
পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি বাজারসহ বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই পেঁয়াজের আড়তে ১৮ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। সোমবার (২১ আগস্ট) হিলির বাজার ও বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেন তিনি।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘বর্তমান দেশের বাজারে পেঁয়াজের মূল্য নিয়ে অস্থিরতা বিরাজ করছে। তাই বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি বাজারসহ বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে। সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। সেটি রবিবার কার্যকর হয়নি। তবে সোমবার থেকে তা কার্যকর হতে পারে। পেঁয়াজ আড়তদারদের সতর্ক করা হয়েছে। যাতে আগের আমদানিকৃত পেঁয়াজ বেশি দামে বিক্রি না করতে পারে। আড়তদার-আমদানিকারকদের সতর্ক করে বলা হয়েছে, পেঁয়াজের আমদানিসহ ক্রয়-বিক্রয়ের কাগজপত্র আপডেট রাখতে হবে।’
এ ছাড়াও বাজারে একজন পেঁয়াজ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা ও পেঁয়াজের আড়তে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় মজুদ রাখার দায়ে আমদানিকারক মনোয়ার চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।