প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৬:৩৫ পিএম
ফাইল ফটো
মূল্যসূচকে উত্থানের মধ্যদিয়ে শেষ হয়েছে চলতি সপ্তাহের পুঁজিবাজারের কার্যক্রম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সারাদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেশ কয়েকবার উঠানামা করলেও কার্যক্রম শেষ হয় ইতিবাচক প্রবণতায়। ফলে দিনশেষে ডিএসইএক্স ৪ বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৮০ পয়েন্টে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। আগের দিনের চেয়ে ১৯ কোটি ৬৫ লাখ টাকা কমে ডিএসইতে লেনদেন হয় ৪১৩ কোটি ৪৮ লাখ টাকা।
ডিএসইর অন্যান্য সূচকই ছিল ইতিবাচক। আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ডিএসই শরিয়াহ সূচক অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক সামান্য বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩০ পয়েন্ট। সারাদিন ডিএসইতে লেনদেন হয় ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দাম বেড়েছে ৭৮ টির , কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত ছিল ১৬২টির।
লেনদেনে শীর্ষে ছিল ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ৩৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালি লাইফ ইনস্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৩৩ লাখ টাকা, সোনালি পেপারসের ১৩ কোটি ৬৬ লাখ টাকা, এবং সি পার্ল বিচ রিসোর্টের ১২ কোটি ৭০ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। এ ছাড়া বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৯ দশমিক ৮২ শতাংশ, এস কে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৭৩ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ২১ শতাংশ দর বেড়েছে।
দরপতনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪২ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইনস্যুরেন্সের দর কমেছে ৫ দশমিক ৪০ শতাংশ। এ ছাড়া প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ৩ দশমিক ৮৬ শতাংশ, রূপালী লাইফ ইনস্যুরেন্সের ৩ দশমিক ৩৭ শতাংশ এবং ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৯৩ শতাংশ দর কমে শীর্ষ পাঁচে অবস্থান করছে।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৭০ পয়েন্টে। সিএসইতে ১৫৩ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির। তবে সিএসইতে লেনদেনে বড় পতন হয়েছে। আগের দিনের চেয়ে ১৯ কোটি ৮ লাখ টাকা কমে সিএসইতে লেনদেন হয় ৭ কোটি ৮১ লাখ টাকা।