× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিএসইর লেনদেনে রেকর্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ইতিহাসের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। মঙ্গলবার (৫সেপ্টেম্বর) সিএসইতে লেনদেন হয় ৫৩৩ কোটি ১৫ লাখ টাকা। এর আগের সর্বোচ্চ লেনদেন ছিল ৫৩০ কোটি ৬৫ লাখ টাকা। মঙ্গলবারের রেকর্ড লেনদেনের সিংহভাগই হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার হাতবদলে।

ইসলামী ব্যাংকের ১৬ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৬৬৮ টি শেয়ার হাতবদল হয় মাত্র ৫ টি হাওলায়। আর্থিক হিসেবে যা ৫২৪ কোটি ৮৫ লাখ টাকা। এই সবগুলো শেয়ারই লেনদেন হয়েছে ৩২ টাকা ৩০ পয়সা দরে। এই শেয়ারগুলো সিএসইর ব্লক মার্কেটের লেনদেন হয়েছে। এছাড়া ১ টি হাওলায় ৩ লাখ ৮৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। টাকা অঙ্কে যার মূল ২ কোটি ১ লাখ। এই লেনদেনটিও হয়েছে ব্লক মার্কেটে।

আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ১১ লাখ টাকা। অর্থ্যাৎ একদিনের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৫২০ কোটি টাকার উপরে। সেই সাথে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৬৬ পয়েন্টে। সিএসইতে ১৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬২টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত আছে ৬৯টির।

এদিকে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকা। যা প্রায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২৩ জুলাই ডিএসইর লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছিল। এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৬ পয়েন্টে । ডিএসইর লেনদেন হওয়া ৩৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৯ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত ছিল ১৮১ টির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা