× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে বেসরকারি খাতে বেতন বাড়ল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৯ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি সরকার বেসরকারি খাতে কর্মরত নাগরিকদের বেতন বৃদ্ধির করেছে। দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে মাধ্যমে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বলা হয়, সৌদি আরবের বেসরকারি বিভিন্ন খাতে কর্মরত সৌদি নাগরিকদের ন্যূনতম বেতন হবে ৪ হাজার রিয়াল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে এই নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে। বেতন বাড়ানোর জন্য প্রত্যেক কর্মীর মাথাপিছু ৩ হাজার ২০০ রিয়াল ভর্তুকি দেওয়া হবে। ভর্তুকির টাকা মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড (হাদাফ) থেকে দেওয়া হবে।

মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছে, সৌদি আরবের শ্রমবাজার শক্তিশালী ও স্থিতিশীল করা এবং বেসরকারি খাতের চাকরিতে নাগরিকদের আকর্ষণ বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের শ্রমবাজার সতেজ করতে বেশ কয়েকটি পরিকল্পনরা রয়েছে সরকারের। প্রথম পদক্ষেপ হিসেবে বেসরকারি খাতে কর্মরত নাগরিকদের বেতন বাড়ানোর বিষয়টি বাস্তবায়ন করা হয়েছে।   

উল্লেখ্য, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিশ্ব পানি সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। রিয়াদে নতুন এ সংস্থাটির সদর দপ্তর হবে ও এটি পানিসম্পদ রক্ষা করতে বিশ্বব্যাপী প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে তুলতে কাজ করবে। সংস্থাটি বিশ্বের সবার জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে পানিসম্পদের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে ও উচ্চ-অগ্রাধিকারমূলক প্রকল্প পরিচালনাসহ অর্থায়নে সক্রিয় সমর্থন দেবে। সূত্র : গালফ নিউজ ও আল অ্যারাবিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা