× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেয়ারবাজারের জ্ঞান অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই: ডিএসই এমডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৯ পিএম

ডিএসই ট্রেনিং একাডেমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। প্রবা ফটো

ডিএসই ট্রেনিং একাডেমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। প্রবা ফটো

শেয়ারবাজারের জ্ঞান অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই।  প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে একজন ভবিষ্যৎ বিনিয়োগকারী তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে শেয়ারবাজারে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হতে হবে।  সম্প্রতি ডিএসই ট্রেনিং একাডেমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা এসব বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আরও বলেন, প্রশিক্ষণই আগামী প্রজন্মকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করবে এবং শেয়ারবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  যা পরবর্তী প্রজন্মকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করবে এবং শেয়ারবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন ডিএসইর উপমহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির ইনচার্জ সৈয়দ আল আমিন রহমান।  প্রশিক্ষণ কর্মশালায় শেয়ারবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধির সম্ভাবনা ও বিনিয়োগের পদ্ধতি নিয়ে আলোচনা করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সগির হোসেন খন্দকার এই ধরনের উদ্যোগের জন্য ডিএসইকে ধন্যবাদ জানান।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা