× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙামাটির জলে ও স্থলে কোথাও মেলে না পর্যটক

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ২০:২৪ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৮:৪৮ পিএম

রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। ছবি- সংগৃহীত

রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। ছবি- সংগৃহীত

হরতাল-অবরোধ ও সরকারবিরোধী আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়েছে রাঙামাটির পর্যটন ব্যবসায়। জেলার জলে-স্থলে কোথাও দেখা মেলে না পর্যটকের। ফলে মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কায় পড়েছেন ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্প্রতি পর্যটন স্পটগুলো ঘুরে দেখা যায় সেখানে একরকম সুনসান নীরবতা। এ সুযোগে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর মেরামতকাজ করে নিচ্ছে কর্তৃপক্ষ। 

সেতুটির টিকিট কাউন্টারে কর্মরত আহসান আহমেদ সোহেল বলেন, ‘টিকিট বেচাকেনায় একদম বাজে অবস্থা। হরতাল-অবরোধের কারণে বাইরের কোনো পর্যটকই নেই। অথচ এখন পর্যটকের ভরা মৌসুম। এ সময় আমাদের দৈনিক ২০০ থেকে ৩০০ টিকিট বেচাকেনা হতো।’

রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন সেলিম বলেন, ‘হরতাল-অবরোধের কারণে ঢাকার দূরপাল্লার বাসগুলো তেমন চলাচল করতে না পারায় বাইরে থেকে পর্যটক আসতে পারছে না। যার কারণে এখন পর্যটক নেই বললেই চলে। এমনকি শুক্র-শনিবারেও পর্যটকের দেখা নেই।’ 

একই পরিস্থিতি সাজেকেও। সাজেক হিল ভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্র চাকমা বলেন, ‘সাজেক পর্যটন কেন্দ্র এখন একদম শান্ত। হরতাল-অবরোধ শুরু হওয়ার পর থেকে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকের ভাটা পড়েছে। আমাদের রিসোর্টে আপাতত কোনো বুকিং নেই, যা বুকিং ছিল সব বাতিল করেছে। অথচ এই মৌসুমে সাজেকে কানায় কানায় পর্যটক ভরা থাকে। কিন্তু এবার হরতাল-অবরোধের কারণে সাজেকে পর্যটক একদম খালি।’ 

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‘দেশের রাজনৈতিক প্রভাবে পর্যটক আসা অনেক কমে গেছে। একদম খালি বললেই চলে। আমাদের আবাসিক হোটেলগুলোতে যা বুকিং ছিল, তা-ও বাতিল করা হয়েছে। আপাতত ৫-৬ শতাংশ বুকিং রয়েছে, তা-ও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অথচ এই সময়ে পর্যটন কেন্দ্রে দৈনিক প্রায় এক থেকে দেড় হাজার মানুষের সমাগম ঘটে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা