× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদ্যোক্তা প্রশিক্ষণ পেলেন বরিশাল ও গোপালগঞ্জের ৮০ জন নারী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ২২:০৮ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ২২:২২ পিএম

উদ্যোক্তা প্রশিক্ষণ পেলেন বরিশাল ও গোপালগঞ্জের ৮০ জন নারী। প্রবা ফটো

উদ্যোক্তা প্রশিক্ষণ পেলেন বরিশাল ও গোপালগঞ্জের ৮০ জন নারী। প্রবা ফটো

উদ্যোক্তাদের প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর সমাজ বাস্তবতায় নারী উদ্যোক্তাদের বেলায় চ্যালেঞ্জ খানিকটা বেশি। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেকেই সব বাধা ডিঙিয়ে সফল উদ্যোক্তা হিসেবে মাথা উচুঁ করে দাঁড়িয়েছেন। তাদের নানা চড়াই-উৎরাই বিবেচনায় নিয়ে প্রত্যন্ত অঞ্চলের নারীদের জন্য বিনামূল্যে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দিচ্ছে স্বেচ্ছাব্রতী সংগঠন ‘সম্ভাবনা’। জেডএসআরএম এবং এডাও মার্টের সহায়তায় সংগঠনটি ৬৪টি জেলার পিছিয়ে পরা নারীদের বিনামূল্যে স্বল্পমেয়াদি হস্তশিল্প ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে।

সম্প্রতি যুব উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান অনিন্দ্য আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে বরিশাল ও গোপালগঞ্জ জেলার পিছিয়ে পড়া ৮০ জন নারীকে হস্তশিল্প ও উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

এ নিয়ে জানতে চাইলে অনিন্দ্য আয়োজনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাসিনা জান্নাত ছাকি বলেন, ‘মফস্বলের নারীরা অনেক প্রতিভাবান, কাজের প্রতি তাদের আগ্রহ আছে। ফলে এ ধরনের প্রশিক্ষণগুলো তাদের আত্মকর্মী হতে উৎসাহিত করবে।’ 

সম্ভাবনার সহ-উদ্যোক্তা মুশফিকা নিশাত বলেন, ‘সম্ভাবনা ২০১১ সাল থেকে মানুষের স্থায়ী জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করছে। শুধু প্রশিক্ষণ নয়, সম্ভাবনার লক্ষ্য দেশের তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা। দেশে ও বিদেশে আমাদের নারীদের তৈরি পণ্যগুলো সমাদৃত হবে। দেশ হবে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ।’

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অনিন্দ্য আয়োজনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাসিনা জান্নাত ছাকি, সম্ভাবনার সহ-উদ্যোক্তা মুশফিকা নিশাত, প্রকল্প সমন্বয়ক তানিয়া নওরিন শিলা। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা তাদের অভিজ্ঞতা ও কাজের প্রয়োজনীয়তার নানা দিক তুলে ধরেন। 

উল্লেখ্য, ২০২৩ সালে সিআরআই এবং ইয়াং বাংলা আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনা। সংগঠনটি দক্ষতা ও কমর্সংস্থান বিভাগে সম্মাননা পেয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন সংগঠনটির সহ-উদ্যোক্তা মুশফিকা নিশাত। সম্ভাবনার পথ চলা শুরু হয় ২০১১ সালে। সূচনালগ্ন থেকে সংগঠনটি দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা