× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকাবের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির আভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৯:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভূয়া মুক্তিযোদ্ধা আব্দুল খালেক খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবের চেয়ারম্যান হিসাবে নিয়োগ না দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। কারণ খালেক খানের নামে দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয় ওই চিঠিতে।

২০২৪ সালের ১ জানুয়ারি রাকাবের ১০ জন উপ-মহাব্যবস্থাপক, ২৫ জন সহকারী মহাব্যবস্থাপক ও ১৫ জন শাখা ব্যবস্থাপকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ডিএমডি, দুর্নীতিবাজ, ভূয়া মুক্তিযোদ্ধা আব্দুল খালেক খানকে রাকাবের চেয়ারম্যান হিসাবে নিয়োগ না দেওয়া অনুরোধ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২০ জানুয়ারি। তাই আব্দুল খালেক খান চেয়ারম্যান হওয়ার জন্যা তদবির করছেন। খালেক খান এ ব্যাংকে থাকা কালে তার প্রধান কাজ ছিল দূর্নীতি এবং মিথ্যা তথ্য উপস্থাপন করে নিজেকে প্রচার করা। কমার্স ব্যাংকের এমডি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকে মিথ্যা তথ্য দেওয়ার কারণে। এমতাবস্থায় রাকাবের চেয়ারম্যান হিসাবে খালেক খান এর মত দূর্নীতিবাজ ভূয়া মুক্তিযোদ্ধাদের বিবেচনা না করে, দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভাবমূর্তির একজনকে রাকাবের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।’

এবিষয়ে জানতে চাইলে আব্দুল খালেক খান প্রতিদিনের বাংলাদেশকে জানান, এসব অভিযোগা সব মিথ্যা। আমি রাকাবের চেয়ারম্যান হওয়ার জন্য কোনো ধরনের তদবির করছি না। এমনকি ওই ব্যাংকের বর্তমান চেয়রম্যানের মেয়াদ কবে শেষ হবে আমি তাও জানিনা। আমি ব্যাংক থেকে ২০১৬ সালে অবসর গ্রহণ করেছি। তাছাড়া এখন আমি শারিরিকভাবেও ফিট নই। আমি অসুস্থ। এখন আর কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার নেই। কিন্তু কে বা কারা এই অভিযোগ করেছে তা আমার অজানা। কেনইবা এই মিথ্যা অপবাদ তাও আমি বুঝতে পারছি না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা