× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দ্বিগুণেরও বেশি বেড়েছে খেজুরের দাম

বগুড়া অফিস

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১১ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪০ পিএম

বগুড়ায় খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। প্রবা ফটো

বগুড়ায় খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। প্রবা ফটো

রমজান মাস এখনও শুরু হয়নি। তার আগেই বগুড়ায় খেজুরের দাম গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ও করহার বৃদ্ধি, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ঋণপত্র জটিলতার কারণে এ বছর খেজুরের দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারণে খেজুরের বাজারের অস্থিরতা বেড়েই চলেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়ায় খেজুরের বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে ইরাকি খেজুর কেজিপ্রতি ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ১০০ টাকা। দুবাইয়ের ইরাকি জাহিদি জাতের খেজুর ১০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ টাকা, যা গত বছর ছিল ১ হাজার ৪০০ টাকা। দাবাস ও লুলু জাতের খেজুর ১০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ টাকা, যা গত বছরে ছিল ২ হাজার ৪০০ টাকা। মরিয়ম জাতের খেজুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, যা গত বছর ছিল ৭০০ থেকে ৯০০ টাকা কেজি। মজদুল খেজুর ৫ কেজি ওজনের কার্টুন বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ৮০০ টাকা। এ ছাড়াও সৌদি আরবের মাসরুক ও সাফাই জাতের খেজুর পাইকারি বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকা, যা গত বছর ছিল ১ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। গত বছরের ফরিদা খেজুর ২৫০ টাকা কেজি বিক্রি হলেও এবার বেড়ে ৪৫০ থেকে ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে।

খেজুর কিনতে আসা মাহাবুব হাসান সোহাগ বলেন, ‘রমজানে খেজুর রাখতেই হয়, কিন্তু সেই খেজুরের দাম আমাদের মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা সবাই সিন্ডিকেটের কাছে জিম্মি।’

বগুড়া সপ্তপদী এলাকার খেজুর বিক্রেতা মতিনুর রহমান বলেন, ‘গত বছরের রমজানের পরই ধীরে ধীরে দাম বাড়তে থাকে। দুই বছরের ব্যবধানে কিছু খেজুরের দাম এখন দ্বিগুণেরও বেশি। প্রতি মাসেই দাম বাড়ছে। আমরা যেমন দামে কিনি খুচরায় তেমন দামেই বিক্রি করি।’

খেজুর আমদানিকারক মেসার্স এমএ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনসুর আলী বলেন, ‘খেজুরের দাম গত বছরের তুলনায় বেড়েছে। খেজুরের শুল্কায়ন মূল্য দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। এর প্রভাবে গত বছরের তুলনায় এ বছর খেজুর আমদানিতে দু-তিনগুণ ব্যয় বেশি হচ্ছে। লোকজন কেনাও কমিয়ে দিয়েছে। তবে যে খেজুর আছে তাতে রমজানে বগুড়ায় কোনো সংকট হওয়ার কথা নয়।’

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘রমজানকে ঘিরে কেউ যদি খেজুরের বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রমও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা