× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিটাল পেমেন্ট সমাধানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও শপআপের চুক্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০২ পিএম

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৮ পিএম

এপিআই এর মাধ্যমে স্বয়ংক্রিয় অর্থপ্রদান ব্যবস্থা শুরুর লক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ই-কমার্স শপআপের সহযোগী প্ল্যাটফর্ম ‘মোকাম’ এর চুক্তি স্বাক্ষর। প্রবা ফটো

এপিআই এর মাধ্যমে স্বয়ংক্রিয় অর্থপ্রদান ব্যবস্থা শুরুর লক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ই-কমার্স শপআপের সহযোগী প্ল্যাটফর্ম ‘মোকাম’ এর চুক্তি স্বাক্ষর। প্রবা ফটো

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ই-কমার্স শপআপের সহযোগী প্ল্যাটফর্ম ‘মোকাম’ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ইন্টিগ্রেশনের মাধ্যমে স্বয়ংক্রিয় অর্থপ্রদান ব্যবস্থা শুরুর লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই ডিজিটাল পেমেন্ট সল্যুশনের নাম মুভ মানি পেমেন্ট এপিআই।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চলতি মূলধন ব্যবস্থাপনা এবং দাবি নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করতে শপআপ এবং মোকামকে সাহায্য করছে। যা তাদের দ্রুত পণ্য কেনাবেচা নিশ্চিত করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং মোকামের মধ্যে মুভ মানি পেমেন্ট এপিআই সংযোগ বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকটি মোকামকে এবং বড় পরিসরে শপআপকে একটি নিরাপদ, স্বচ্ছ এবং দ্রুত পেমেন্ট প্রবাহ প্রদান করছে।

এপিআই এর পাশাপাশি রিয়েল টাইম গ্রস সেটেলম্যান্ট (আরটিজিএস) এবং বুক ট্রান্সফার এর মতো পেমেন্ট ব্যবস্থা পণ্যের জোগান ও সরবরাহ করার ক্ষেত্রে কাজ করছে। চাহিদামতো, সময়োপযোগী ও নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখা শপআপ ও মোকামের লক্ষ্য, যা পূরণে এই ব্যবস্থা দৃঢ়ভাবে কাজ করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ব্যাংকিং এ উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে। বিশেষ করে দেশে ক্রেডিট কার্ডের যাত্রা শুরু হয় এই ব্যাংকের মাধ্যমেই। মুভ মানি পেমেন্ট এপিআই চালু করতে পেরে আমরা গর্বিত। দৃঢ় এপিআই কানেকটিভিটির মাধ্যমে আমাদের গ্রাহকের ডিজিটাল লেনদেনের গতি নিরবচ্ছিন্ন রাখতে সহায়তা করবে। এটা ডাটা নিরাপত্তা নিশ্চিত করবে এবং দেরি হওয়া ও ভুল-ভ্রান্তি রোধ করবে। দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি ই-কমার্স স্টার্টআপ, যারা সম্প্রতি বেশ বড় বিদেশি বিনিয়োগ পেয়েছে সেই শপআপ আমাদের পার্টনার হওয়ায় আমরা গর্বিত।’

শপআপের কো ফাউন্ডার ও চিফ প্রোডাক্ট অফিসার আতাউর রহিম চৌধুরী বলেন, ‘দারুণ সল্যুশন নিয়ে আমাদের পাশে থাকার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ কে অভিনন্দন। আমাদের দৃঢ় বিশ্বাস মুভ মানি পেমেন্টে এপিআই আমাদের কাজ ও লেনদেনকে আরও সহজ করে তুলবে।’

১১৯ বছরেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ মাল্টিন্যাশনাল ইউনিভার্সাল ব্যাংক। নগদ, বাণিজ্যিকসহ অন্যান্য সব ব্যাংকিং কার্যক্রমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে, স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রাহক এবং তাদের বাড়তে থাকা চাহিদা পূরণে বিভিন্ন ডিজিটাল অফারিংসহ অত্যাধুনিক সল্যুশনের নিয়ে আসছে।

বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায় বি টু বি কমার্স প্ল্যাটফরম হিসেবে কাজ করে শপআপ। প্রযুক্তি ব্যবহার করে সহজেই পণ্য সরবরাহ নিশ্চিত করা এর উদ্দেশ্য। শপআপের বি টু বি কমার্স প্ল্যাটফরম হচ্ছে মোকাম। ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় পরিসরের বাজারের সন্ধান দেওয়া ও ৫০টিরও বেশি জেলায় সরবরাহ নিশ্চিত করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার পরিধি বাড়াতে কাজ করে। ২০২৩ সালে বিশ্বের অন্যতম উদ্ভাবন হিসেবে স্বীকৃতি পায় শপআপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা