× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিএসইর ৩০ সূচককে যুক্ত হয়েছে ১০ কোম্পানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ২০:৪৯ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৪ ২০:৫২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ সূচক তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে ১০টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের ১০টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। এটি কার্যকর হবে আগামী ২১ মার্চ থেকে। মঙ্গলবার (১২ মার্চ) সিএসইর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএসই বিজ্ঞপ্তিতে জানায়, নতুন করে যুক্ত কোম্পানিগুলো হল- আমরা নেটওয়ার্কস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, নাভানা সিএনজি লিমিটেড, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি ও সামিট পাওয়ার লিমিটেড। অন্যদিকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এপেক্স ফুডস লিমিটেড, এশিয়া ইনস্যুরেন্স লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, জিপিএইচ ইস্পাত লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক পিএলসি।

নতুন যুক্ত হওয়া ১০ কোম্পানিসহ ৩০ কোম্পানি হল- আমরা নেটওয়ার্কস লিমিটেড, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাংক অব বিডি লিমিটেড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, নাভানা সিএনজি লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি, সামিট এলিয়েন্স পোর্ট লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।

সিএসই আরও জানায়, সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ২০.৭৮ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ২৯.১২ শতাংশ।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা