× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সোশ্যাল ইসলামী ব্যাংক এমডির মতবিনিময়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ০০:৩০ এএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১০:৫৫ এএম

সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সোশ্যাল ইসলামী ব্যাংক এমডির মতবিনিময়

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বিপিএম (বার) এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের মধ্যে সম্প্রতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রদূতের সঙ্গে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী। সৌদিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জীবনমান উন্নত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ দূতাবাস কীভাবে একসঙ্গে কাজ করতে পারে এবং সৌদি আরবের ব্যাংকগুলোর সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের জন্য সম্ভাব্য পদক্ষেপসমূহ নিয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া সৌদিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা খোলার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিকে আরও সহজে ব্যাংকিং সুবিধা প্রদান করার বিষয়েও দ্বিপক্ষীয় আলোচনা হয়।

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের আমরা সব সময় গুরুত্ব দিয়ে থাকি। আমাদের ব্যাংকের হিসাবে যেকোনো প্রবাসীর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা থাকলে তিনি দেশে এলে শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংকের নিজস্ব পরিবহনব্যবস্থায় তার গন্তব্যে পৌঁছে দেওয়া হয় এবং ব্যাংকের নিজস্ব হাসপাতালে ডিসকাউন্ট সুবিধা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রবাসীদের জন্য প্রবাসী ডিপোজিট স্কিম নামে একটি সেবা পণ্য প্রবর্তন করেছি। এ ডিপোজিট স্কিমের বিপরীতে বিনিয়োগ গ্রহণ করে একজন প্রবাসফেরত রেমিট্যান্স যোদ্ধা ব্যবসাবাণিজ্য বা নিজ উদ্যোগে কিছু করতে পারবেন।’

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এবং এসইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-১-এর প্রধান মো. তৌহিদ হোসেনসহ দূতাবাসের কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা