× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৯ পণ্যের দাম নির্ধারণ

বেঁধে দেওয়া দামে বিক্রি বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৬:১৯ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৭:৪৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুচরা বাজারে মাছ, মাংস, ডিম, ডাল ও সবজির মতো ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। এসব পণ্য নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না, তা বাস্তবায়নে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়।

এ ব্যাপারে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘কৃষি বিপণন অধিদপ্তর পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া প্রয়োজন ছিল। তাদের নিজস্ব উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কমিটি আছে। আমরা যেহেতু বাজার মনিটরিং করি, তাদের সঙ্গে সমন্বয় করে মনিটরিং শুরু করব। আমাদের দায়িত্ব হবে উৎপাদক পর্যায় থেকে পাইকারি এবং পরে খুচরা পর্যায় পর্যন্ত বাজার মনিটরিং করা। এটাকে বাস্তবায়ন করা।

রবিবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সেখানে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন ছিল।

খুচরা বাজারে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে শুক্রবার (১৫ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিমের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কতিপয় নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য ক্রয়–বিক্রয়ের অনুরোধ করা হলো। একই সঙ্গে প্রজ্ঞাপনে দাম নির্ধারণ করে দেওয়া ২৯টি পণ্যের উৎপাদন খরচও তুলে ধরা হয়েছে। এর ভিত্তিতে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যগুলোর দাম নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে। এ নিয়ে কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার মিলে সমন্বয় করবে।’

পণ্যের দাম নিয়ন্ত্রণে সমন্বয়হীনতার অভাব রয়েছে কি না– জানতে চাইলে তিনি বলেন, ‘একটা জিনিস আপনি যখন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করবেন, সঙ্গে সঙ্গে সেটি বাস্তবায়ন করতে পারবেন না। আগে দাম নির্ধারণ করা জরুরি ছিল। আইন ছিল, কিন্তু প্রয়োগ হয়নি। এখন দামটা নির্ধারণ করা সম্ভব হলো। সবার সমন্বিত প্রয়াসে বাজারে পণ্যের দাম একটা যৌক্তিক পর্যায়ে চলে আসবে।’

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যেখানে যাচ্ছি বাজার কমিটিকে নিয়ে বসতেছি,  ব্যবসায়ীদের সঙ্গে বসতেছি, তাদের উৎসাহ দিচ্ছি। তাদের সমস্যার সমাধান করে এটা (সঠিক দামে পণ্য বিক্রি) বাস্তবায়ন করতেছি। কোনো জায়গায় কোনো দোকান বন্ধ করে দিচ্ছি না বা তালাবদ্ধ করে দিচ্ছি না। যারা একেবারেই আইন মানছে না, তাদের শাস্তির আওতায় আনতেছি।’ 

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা