× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রবাসীদের উপার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে’

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ২১:১১ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ২২:০৯ পিএম

বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণের রেইজ শীর্ষক সেমিনার। প্রবা ফটো

বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণের রেইজ শীর্ষক সেমিনার। প্রবা ফটো

ঢাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) আরিফ আহমেদ খান বলেছেন, দেশে প্রায় ১ কোটি ৩০ লাখ রেমিট্যান্সযোদ্ধা রয়েছেন। প্রবাসীদের উপার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। 

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণের রেইজ শীর্ষক সেমিনারে প্রবাসফেরত কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আরিফ আহমেদ খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- প্রবাসী কর্মীরা এত দিন আমাদের দিয়েছেন, এবার তাদের দেওয়ার জন্য আমাদের সময় হয়েছে। তিনি রেমিট্যান্সযোদ্ধাদের প্রতি সহানুভূতিশীল। আপনাদের ভালো রাখতেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা এসবে সুফল ভোগ করবেন। কোনো কিছু না বুঝলে আমাদের হটলাইন ১৬১৩৫ নম্বরে কল করে বিস্তারিত জেনে নেবেন। ২৪ ঘণ্টা এ নম্বরে আপনারা সেবা পাবেন।’

‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ স্লোগানে ওয়েলফেয়ার সেন্টার নোয়াখালী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

যুগ্ম সচিব আরিফ আহমেদ খান আরও বলেন, ‘আপনারা বৈধভাবে বিদেশ যাবেন। রেইজ প্রকল্পকে সহযোগিতা করবেন। এটি আপনাদের সুবিধার জন্যই করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হলো আপনাদের সহযোগিতা করা। যেন আপনারা দেশে ফিরে পরনির্ভরশীল না হন, আপনাদের সম্মান ও সক্ষমতা যেন বৃদ্ধি পায়, সেজন্যই প্রকল্পটি কাজ করবে। আপনাদের যেকেো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি।’

জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা, নোয়াখালী ওয়েলফেয়ার সেন্টার সহকারী পরিচালক খুরশীদ আলম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা