× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সর্বোচ্চ অনলাইন বিল সংগ্রহ

ঢাকা ওয়াসার সম্মাননা পেল ব্র্যাক ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৯:১৮ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ২৩:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সর্বোচ্চ অনলাইন বিল সংগ্রহের জন্য পরপর দুবছর ব্র্যাক ব্যাংককে সম্মাননা দিয়েছে ঢাকা ওয়াসা। পেমেন্ট গেটওয়ে ও মোবাইল অ্যাপ ‘আস্থা’র মাধ্যমে ঢাকা ওয়াসার বিল সংগ্রহে প্রথম স্থান অধিকার করেছে ব্যাংকটি। গত ২৪ মার্চ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. সাব্বির হোসেনের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সুজিত কুমার বালা, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তাকসিম এ খান, ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম প্রমুখ।

ব্র্যাক ব্যাংক গত কয়েক বছরে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়াসা, ডিপিডিসি, ডেসকো, জীবন বীমা কর্পোরেশনসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পেমেন্ট গেটওয়ে এবং এপিআই সংযোগ স্থাপন করে। ফলে ব্যাংকটি বিভিন্ন ভ্যালু-অ্যাডিং কালেকশন ও পেমেন্ট সল্যুশনস উন্নত করার মাধ্যমে নিজেদের ট্রানজ্যাকশন এবং অ্যাপভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করেছে।

ঢাকা ওয়াসার সঙ্গে ব্যাংকের এই চুক্তির ফলে এখন গ্রাহকরা সহজেই যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ইউটিলিটি বিল পরিশোধ করতে পারছেন। বিল পরিশোধ এবং পেমেন্টের জন্য গ্রাহকদের এখন আর ব্যাংকের শাখায় যেতে হচ্ছে না। ফলে গ্রাহকরা এখন সহজ এবং ঝামেলাহীন ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করতে পারছেন।

সম্মাননা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. সাব্বির হোসেন বলেন, ‘পরপর দুবছর ওয়াসার বিল সংগ্রাহক হিসেবে প্রথম পুরস্কার অর্জন করায় আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এখন সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের ব্র্যাক ব্যাংকের অত্যাধুনিক পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই ইউটিলিটি বিলসহ অন্যান্য বিল সংগ্রহ করতে পারছে। যেকোনো সময়, যেকোনো স্থান থেকে রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং সেবা নিশ্চিত করে আমরা গ্রাহকদের জন্য সহজ এবং ঝামেলাহীন পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করেছি। পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বিঘ্ন পেমেন্ট সেবা দিতে আমরা আরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করে যাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা