× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের পেঁয়াজ ট্রেনে চড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ০১:০৫ এএম

 ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘প্রয়োজনীয় জিনিসের দামের উপর সিন্ডিকেট এবং প্রতিযোগিতার প্রভাব’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘প্রয়োজনীয় জিনিসের দামের উপর সিন্ডিকেট এবং প্রতিযোগিতার প্রভাব’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি : সংগৃহীত

ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও আগের চুক্তি অনুযায়ী ৫০ হাজার টন পেঁয়াজ আসবে বলে নিশ্চিত করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘এই পেঁয়াজ ধীরে ধীরে বাংলাদেশে আসবে। আমাদের পেঁয়াজ ইতোমধ্যেই ট্রেনে চড়েছে, যা দর্শনা রুট দিয়ে দুই বা তিন দিনের মধ্যে পৌঁছাবে।’

রবিবার (২৪ মার্চ) ঢাকায় ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘প্রয়োজনীয় জিনিসের দামের উপর সিন্ডিকেট এবং প্রতিযোগিতার প্রভাব’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

অভ্যন্তরীণ বাজার ঠিক রাখতে প্রথম ধাপে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য প্রতিটন ৮০০ ডলার বেঁধে দেওয়ার পর দ্বিতীয় দফায় ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সম্প্রতি পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। এই তথ্যে দেশে পেঁয়াজের বাজার আবার চড়া হতে শুরু করেছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বাজারের স্থিতিশীলতা পণ্যের চাহিদা, যোগান ও অন্যান্য বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। প্রাকৃতিক দুর্যোগ, মহামারি এবং বৈশ্বিক সংঘাতের মত বিভিন্ন সমস্যা কখনও কখনও বাজারকে মারাত্মকভাবে ব্যাহত করে। বাজারে কোনো অনৈতিক আচরণ শনাক্ত হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে।’ 

বাজারের অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় সরকারের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘সরকার ১০ মিলিয়ন পরিবারকে টিসিবির পরিবার কার্ডের মত কর্মসূচির মাধ্যমে সহায়তা করে যাচ্ছে।’

সেমিনারে উপস্থিত বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘বাজারের আনুষ্ঠানিকীকরণ, বাজারের অপূর্ণতা যাচাই করার ব্যবস্থা এবং তথ্যের ফাঁক কমানো অত্যাবশ্যক।’ পুলিশিং এবং মূল্য নির্ধারণের মত পদক্ষেপগুলো কৃষি পণ্যের বাজারের গতিশীলতায় কাজ করে না বলেও মত প্রকাশ করেন তিনি।

সেমিনারে প্রবন্ধের প্রধান উপস্থাপক মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘বাজারে সিন্ডিকেশনের বড় ধরনের অভিযোগ রয়েছে। আসলে মূল্য স্তর এবং মূল্য ওঠানামার মধ্যে পার্থক্য রয়েছে। যেহেতু মানুষের আয় দামের ওঠানামার সঙ্গে আনুপাতিকভাবে বাড়ছে না, তাই তারা মূল্য স্তরের পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা