× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৭ কোটি টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করল দুদক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:১৯ পিএম

সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর দুদক সচিবের সংবাদ সম্মেলন। প্রবা ফটো

সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর দুদক সচিবের সংবাদ সম্মেলন। প্রবা ফটো

রানা বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠানের টেন্ডার কার্যাদেশে জালিয়াতি করে ইনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ৪৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের দায়ে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার জাকির কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে রাজধানীর দুদক কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন। 

সোমবার রাতে আসামি জাকির হোসেনকে কুমিল্লা শহরের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। 

কমিশন সচিব মাহবুব হোসেন বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের পোর্ট কানেকটিং রোডের টেন্ডার কার্যক্রমে জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত কার্যাদেশের বিপরীতে ঋণ নিয়ে ব্যাংকের টাকা আত্মসাৎ ও কার্যাদেশের শর্তমতে কাজ শেষ করেননি। কাজ শেষ না করে রাষ্ট্রীয় ক্ষতিসাধনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শেষে ২০২২ সালের মে মাসে জাকির হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে দুদক পৃথম দুটি মামলা করে।’ 

দুদক সচিব বলেন, আসামি ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে সিটি করপোরেশনের কার্যাদেশ পান এবং তার বিপরীতে ইউসিবিএল ব্যাংক, কুমিল্লা শাখা হতে ৪৭ কোটি টাকা ঋণ নেন। কিন্তু কাজের বিপরীতে প্রাপ্ত বিলের চেক নগদায়ন করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন। 

অন্যদিকে সিটি করপোরেশনের কাজটি অসমাপ্ত রেখে চলে যাওয়ায় জনভোগান্তির সৃষ্টি হয় এবং পুনরায় টেন্ডার করে কাজটি সমাপ্ত করতে গিয়ে অতিরিক্ত ৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি করেন বলে জানান সচিব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা