× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাহাদুর শাহ পার্কে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৬:৩০ পিএম

জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সংবাদ সম্মেলনে পরিষদের সদস্যরা। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সংবাদ সম্মেলনে পরিষদের সদস্যরা। প্রবা ফটো

রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ভেতরে বাণিজ্যিক স্থাপনা (রেস্তোরাঁ) নির্মাণ না করার দাবি জানিয়েছে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ।

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সংবাদ সম্মেলনে পরিষদের সদস্যরা এ দাবি জানান।

পরিষদের সদস্যসচিব আক্তারুজ্জামান খান মান্নান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল মান্নান, উপদেষ্টা রিয়াজ উদ্দিন, শাহ আলম, যুগ্ম আহ্বায়ক মো. মিরুজ্জামান খান মিরু।

 আক্তারুজ্জামান খান বলেন, ১৮৫৭ সালে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের রক্তে রঞ্জিত পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্ক-এর অভ্যন্তরে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের মতো দুঃখজনক কর্মকাণ্ড চালানো হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ ধরনের অবিবেচনা প্রসূত, অযৌক্তিক, অপরিণামদর্শী ও গণবিরোধী সিদ্ধান্ত বন্ধের দাবিতে এবং যে কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ৩ মাসাধিকালব্যাপী এলাকাবাসী অব্যাহত প্রতিবাদ জানাচ্ছে। তা সত্ত্বেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনমতকে উপেক্ষা করে একটি খামখেয়ালি সিদ্ধান্ত বাস্তবায়নে অনড় রয়েছে যা অত্যন্ত দুঃখজনক।

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ঐতিহ্য রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা বলেন, গত বছরের ২২ নভেম্বর বাহাদুর শাহ পার্কে ডিএসসিসির ইজারাপ্রাপ্ত ব্যবসায়ীরা স্থাপনা নির্মাণ কাজ শুরু করলে সংগ্রাম পরিষদ তাৎক্ষণিকভাবে প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে। 

তারা অভিযোগ করেন, পার্কের ভেতরে যেকোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধ করতে একাধিকবার স্মারকলিপি পেশ করা হলেও ডিএসসিসি থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান স্বাধীনতা সংগ্রামের শহীদ বেদীর মর্যাদা বিনষ্ট করে স্মৃতিস্তম্ভের সামনেই চুলা জ্বালিয়ে খাদ্যদ্রব্য তৈরি করে তা বিক্রি শুরু করেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং পার্কের গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। 

তারা জানান, ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণে আগামী ৩১ জানুয়ারি থেকে পুরান ঢাকার ব্যবসায়ী-পেশাজীবী, ইতিহাসবিদ ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে বৈঠক করবেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা স্মারকলিপি পেশ করবেন। 

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের অভিযোগ ও দাবির বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিনকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা