× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঠ্যবইয়ে জলবায়ু সচেতনতার পাঠ অন্তর্ভুক্তির দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১৯:৫২ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ২০:০৪ পিএম

শিশুদের জন্য এবং শিশুদের সঙ্গে নিয়ে প্রচারাভিযান ‘জেনারেশন হোপ’ শুরু করেছে সেভ দ্য চিলড্রেন। প্রবা ফটো

শিশুদের জন্য এবং শিশুদের সঙ্গে নিয়ে প্রচারাভিযান ‘জেনারেশন হোপ’ শুরু করেছে সেভ দ্য চিলড্রেন। প্রবা ফটো

শিশুদের পাঠ্যবইয়ে জলবায়ু সচেতনতার বিষয়টি পাঠ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। সুন্দর পৃথিবীর জন্য শিশুদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে সচেতন করে গড়ে তোলা প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

জলবায়ু বৈষম্য নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে শিশুদের জন্য এবং শিশুদের সঙ্গে নিয়ে প্রচারাভিযান ‘জেনারেশন হোপ’ শুরু করেছে সেভ দ্য চিলড্রেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর লেকশোর হোটেলে ব্রেকিং দ্য সাইলেন্সের (বিটিএস) সহযোগিতায় শিশু ও যুবকদের অংশগ্রহণ, উপস্থাপনা ও জলবায়ুবিষয়ক আলোচনার মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল শিশু আফসান মাহমুদ সৈকত। এতে বক্তব্য দেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ প্রতিনিধি ড. ইয়েন ফ্রাই, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. শামীম জাহান, ব্রেকিং দ্য সাইলেন্সের চেয়ারপারসন তাসমিমা হোসেন, প্রথম আলোর বিশেষ প্রতিবেদক ইফতেখার মামুদ।

ইয়েন ফ্রাই বলেন, ‘গত বছর আমি বাংলাদেশে শিশু ও যুবকদের অনেক গল্প শুনেছি। তাদের কাছে আমার জন্য অনেক শক্তিশালী বার্তা ছিল। আমাদের অবশ্যই শিশুদের জন্য বিনিয়োগ করতে হবে। তাদের অধিকার, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সহিংসতা ও দারিদ্র্য থেকে সুরক্ষায় বিনিয়োগ করতে হবে। তাদের কথা শুনতে হবে এবং সেই অনুয়ায়ী ব্যবস্থা নিতে হবে।’

তাসমিমা হোসেন বলেন, ‘একটা সময় মানুষ অনেক সাশ্রয়ী ছিল। বর্জ্য উৎপাদনও কম হতো। এখন প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার হয়। সেই ঝুড়িতে ময়লা ফেলা হয়। এসব প্লস্টিক জমে পরিবেশ দূষণ করছে। গাড়ির সংখ্যা বাড়ছে। একজন মানুষ একটা গাড়ি ব্যবহার করছে।’

ইফতেখার মামুদ বলেন, ‘সবুজ কমে যাচ্ছে ঠিক, তবে এ অবস্থার উপর দিয়েই শিশুদের বহুদূর যেতে হবে। তাদের সব সময় সবুজ থাকতে হবে। সবুজ করে তুলতে হবে।’

এ সময় ‘চাইল্ড হিয়ারিংয়ে’ শিশুদের কাছ থেকে কিছু সুপারিশ তুলে ধরে আফসান। বলেন, ‘জলবায়ু সমস্যা সমাধানে আমাদের নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিতে হবে। আমাদের জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু পরিকল্পনাগুলো সঠিকভাবে প্রণয়নের দিকে নজর দেওয়া দরকার। আমরা চাই প্রাপ্তবয়স্করা অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুক।’

জেনারেশন হোপ ক্যাম্পেইনটি সেভ দ্য চিলড্রেনের একটি বিশ্বব্যাপী ফ্ল্যাগশিপ প্রচারাভিযান। এর উদ্দেশ্য বিশ্বের ভেঙে পড়া জলবায়ু অবকাঠামো মেরামত করা, অর্থনৈতিক বৈষম্য ও জলবায়ু সংকটের সঙ্গে জড়িত সমস্যাগুলো মোকাবিলার মাধ্যমে শিশু এবং পৃথিবীর যত্ন নেওয়া। ক্যাম্পেইনটি শিশু ও তরুণদের নেতৃত্বে আগামী ৫ বছরের জন্য দেশব্যাপী বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা