× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

‘ভাষার মাসে ভারতীয় সিনেমা আমদানি ভাষাশহীদদের সঙ্গে বেইমানি’

প্রবা প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৮ এএম । আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৪ পিএম

জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান গণঅধিকার পরিষদের নেতারা। প্রবা ফটো

ভাষার মাসে সরকার ভারতীয় সিনেমা আমদানি করে ভাষাশহীদদের সঙ্গে বেইমানি করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘বাংলা ভাষার জন্য এ দেশের মানুষ জীবন দিয়েছে, অথচ সরকার দেশের সংস্কৃতি ধ্বংস করার জন্য ভারতীয় সিনেমা আমদানি করছে।’

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ফুল দেওয়া শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, ‘পৃথিবীর কোনো দেশে ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস নাই। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা এই বাংলা ভাষা পেয়েছি। অথচ আমরা এখনও স্বাধীনভাবে কথা বলতে পারি না। মানুষের বাকস্বাধীনতা নাই। গণমাধ্যমের স্বাধীনতা নাই। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করে দিয়েছে এই সরকার।’

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, আবু হানিফ, বিপ্লব কুমার পোদ্দার, শহিদুল ফাহিম, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, আব্দুজ জাহের, জিলু খান, শাওনসহ অনেকেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা