× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানে সাংবাদিক হেনস্থা : আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৪ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৩ পিএম

গুলশানে সাংবাদিক হেনস্থা : আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা

রাজধানীর গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের সময় দৈনিক কালের কণ্ঠের এক সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার (২২ ফেব্রুয়ারি) সংস্থাটির জ্যেষ্ঠ সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি রাতে গুলশানের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করছিলেন কালের কণ্ঠের প্রতিবেদক জহিরুল ইসলাম। এ সময় মোহাম্মদ হাসিব নামে গুলশান থানার এসআই পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। ফলে ওই সাংবাদিক মাথা, বুক ও মুখে আঘাত পেয়েছেন বলে জানা যায়। একপর্যায়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, সেদিন ওই এসআই আরও কয়েকজন সাংবাদিককে হেনস্থা করেন।

সাংবাদিকের সঙ্গে এমন আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি এমন আচরণ স্বাধীন সাংবাদিকতা তথা গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য পাওয়ার অধিকারের ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা। আইন ও সালিশ কেন্দ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা