রবিবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রবা ফটো
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনার মধ্যেই ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে ল্যাবএইড হাসপাতালের পেছনে গ্রিন রোড হয়ে যানচলাচল বন্ধ ছিল। বেলা ২টার পরে যানচলাচল স্বাভাবিক হয়।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহেন শাহ বলেন, ‘শিক্ষার্থীরা গণ্ডগোল করছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে আমরা মাঠে রয়েছি।’
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (২ মার্চ) আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। ওইদিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে গেছে। সেই ঘটনার জেরে আজ শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় সংঘর্ষে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এরা হলেন মো. তাহসিন, মো. বাইজিদ ও মইনুল ইসলাম। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক রাজীব রায় বলেন, ‘ঢাকা কলেজের বাস ভাঙচুর ও আইডিয়াল কলেজের নামফলক খুলে আনার কারণে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি আঁচ করতে পেরে আমাদের শিক্ষকরা বেলা সাড়ে ১১টা থেকেই মাঠে ছিলাম। শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘তারপরও সংঘর্ষে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়েছে। আরও চার-পাঁচজন ঢাকা কলেজের শিক্ষার্থী ঢাকা মেডিকেলে আঘাত নিয়ে ভর্তি হয়েছে। তাদের কী অবস্থা তা জানি না।’
বেলা পৌনে ২টার দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের গেটের ভেতর ঠেলে দেয় পুলিশ। ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। সায়েন্স ল্যাবের মোড়ে পুলিশ টিয়ার শেলের গ্যাস ছোড়ে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি গ্রুপ সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের দিকে যায়। এ সময় বিস্ফোরণ ঘটা ভবনের একটু সামনে পুলিশের একটি পিকআপভ্যানকে আটক করে তারা। তখন পুলিশ তাদের ধাওয়া দিয়ে ঢাকা কলেজের দিকে নিয়ে যায় এবং টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে দুই কলেজের শিক্ষার্থীরাই আহত হয়েছে।
এর আগে রবিবার সকালে সায়েন্স ল্যাবে একটি ভবনে বিস্ফোরণে তিনজন প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণের ঘটনায় ধানমন্ডির পপুলার হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.