× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়েন্স ল্যাবের সেই ভবন পরিত্যক্ত ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ২০:৩৯ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ২২:৩৪ পিএম

শিরিন ম্যানশন পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি করপোরেশন। প্রবা ফটো

শিরিন ম্যানশন পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি করপোরেশন। প্রবা ফটো

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের পর শিরিন ম্যানশন নামের তৃতীয় তলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

রবিবার (৫ মার্চ) বিকালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে ব্যানার ঝুলিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) মেরিনা নাজনীন। তিনি বলেন, ‘আমরা আঞ্চলিক কমিটি সভা করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছি। একই সঙ্গে সভার রেজুলেশান ও সুপরিশ কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছি ‘

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভবনটির বিন, কলামসহ অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিবেচনা করে এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ভবনটি অনেক পুরানো। আমরা রাজউকের কাছে নকশা চেয়েছি। কাগজপত্র পেতে সময় লাগবে। তাই যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিন সকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে ভবনটির তৃতীয় তলায়। এতে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন ১২-১৩ জন। তাদের মধ্যে ৪/৫ জরে অবস্থা আশঙ্কাজনক।

‌ঘটনার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনে। এর পরে ঘটনাস্থলে একে একে আসে সিটিটিসির বোম ডিস্পোজাল ইউনিট, সিআইডির ক্রাইম সিন, পিবিআইসহ সংশ্লিষ্ট সংস্থার লোকজন। তারা প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানার জন্য চেষ্টা করছেন। তদন্তকারী দলগুলো বলছে, বিস্ফোরণের তীব্রতা অনেক ছিল। তবে এটি দুর্ঘটনা, নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘বিল্ডিংয়ের অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ, বিল্ডিংয়ের অবস্থা ভালো নয়। ভবনটির তিনতলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি বীমা কোম্পানির অফিস ছিল। বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারও প্রবেশ করা উচিত হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘুরে এসেছি ও পরিদর্শন করেছি।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এগুলো হলো, শর্ট সার্কিট, জমে থাকা গ্যাস বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও এসি বিস্ফোরণ। তবে এই মুহূর্তে সঠিক কারণটি বলা যাচ্ছে না। সঠিক কারণ জানা যাবে তদন্ত শেষ হলে।’

হতাহতের বিষয়ে তিনি বলেন, ‘আমরা শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে মিলে ১২ থেকে ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর। তিনজন মারা গেছেন।’‌

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা