রবিবার বিকালে পার্কের মুক্তমঞ্চে ‘ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ’ আয়োজিত মতবিনিময় সভা। প্রবা ফটো
পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কে নির্মিত বাণিজ্যিক স্থাপনা ও খাবারের দোকান সরিয়ে ফেলার দাবি জানিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (৫ মার্চ) বিকালে পার্কের মুক্তমঞ্চে ‘ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ’ আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সভায় গণসংস্কৃতি ফ্রন্টের সমন্বয়ক জাকির হোসেন বলেন, ‘বাহাদুর শাহ পার্ক বাঙালির প্রথম স্বাধীনতা আন্দোলনের একটি স্মৃতি স্মারক। এখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে শহীদদের স্মৃতিকে বিলীন করা যাবে না। এখান থেকে সব বাণিজ্যিক স্থাপনা সরিয়ে ফেলতে হবে। পার্ককে তার আগের পরিবেশ ফিরিয়ে দিতে হবে। প্রয়োজনে সব শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।’
বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সদস্য বিমল কান্তি দাস বলেন, ‘স্বাধীনতা, ঐতিহ্য ও ইতিহাস নিয়ে সাংস্কৃতিক সংগঠনগুলো সবচেয়ে বেশি সোচ্চার হয়। পার্ক রক্ষায় সব সাংস্কৃতিক সংগঠনের সংহতি প্রকাশ করতে হবে। যাতে বাহাদুর শাহ পার্কের ইতিহাস মুছে দেওয়ার অপচেষ্টা রুখে দেওয়া যায়।’
বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু বলেন, ‘বাহাদুর শাহ পার্ক শুধু ইতিহাসের ধারক ও বাহক নয়। এটি ঢাকার বুকে মানুষের শ্বাস-প্রশ্বাস গ্রহণের গুরত্বপূর্ণ স্থান। সকল সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষকে এই পার্ক রক্ষায় সোচ্চার হতে হবে।’
আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস বোস বাবুরাম বলেন, ‘পুরান ঢাকার ঐতিহ্য ও ইতিহাস বাহাদুর শাহ পার্কের সঙ্গে যুক্ত। এখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে মানুষের হাঁটাচলার জায়গা দখলে নিলে তা কেউ মেনে নেবে না।’
সভায় সংগ্রাম পরিষদের উপদেষ্টা কাজী রায়হান জামিলের সভাপতিত্বে ও সদস্য সচিব আক্তারুজ্জামান খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শ্রমজীবী নারী মুক্তির প্রতিনিধি রাশেদা, সমাজ অনুশীলন কেন্দ্রের প্রতিনিধি রঘু অভিজিৎ রায়, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের আলমগীর হোসেন প্রমুখ।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.