× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ম্যানশন ভেঙে ফেলার নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ২৩:১৭ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ০০:১৭ এএম

শিরিন ম্যানশন পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি করপোরেশন। প্রবা ফটো

শিরিন ম্যানশন পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি করপোরেশন। প্রবা ফটো

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির পাশে যে ভবনে বিস্ফোরণে তিনজনের মুত্যু হয়েছে, সেই শিরিন ম্যানশন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই মধ্যে ভবনটি ভেঙে ফেলতে এর মালিককে চিঠি দিয়েছে সংস্থাটি।

ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

সালেহ আহম্মেদ বলেন, ‘ভবনটি পুরোপুরি ভেঙে ফেলা ছাড়া কোনো উপায় নেই। ভবনটি ভাঙতে মালিক পক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তারা না ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের দুদিন আগে গত রবিবার শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণে ভবনের দেয়ালের আংশিক ধসে পরে, ক্ষতিগ্রস্ত হয় পাশের আরেকটি ভবন। ওই ঘটনায় তিনজনের মৃত্যুর পাশাপাশি আহত হয় অন্তত ৩০ জন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, ঢাকা মহানগর পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থা মাঠে নামে। তাদের তদন্তে এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত মেলেনি। ঘটনার পর ভবনটিতে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড টানিয়ে দেয় ডিএসসিসি।

তখন ডিএসসিসির অঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) মেরিনা নাজনীন বলেছিলেন, ‘আমরা আঞ্চলিক কমিটি সভা করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছি। একই সঙ্গে সভার রেজুলেশান ও সুপরিশ কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভবনটির কলামসহ অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিবেচনা করে এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ভবনটি অনেক পুরানো। আমরা রাজউকের কাছে নকশা চেয়েছি। কাগজপত্র পেতে সময় লাগবে। তাই যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় একটি মামলা করেছে। তবে কাউকে আসামি করা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা