× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউটিউব থেকে শিখে মোটরসাইকেল চুরি করতেন তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৩:১৮ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৪:৪৫ পিএম

রেজা মো. সাইমুন ওরফে তরুণ এবং সাদমান সাকিব।

রেজা মো. সাইমুন ওরফে তরুণ এবং সাদমান সাকিব।

রাজধানীর মিরপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্য রাতে মিরপুর রাইনখোলা বড় মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুইজন হলেন, রেজা মো. সাইমুন ওরফে তরুণ এবং সাদমান সাকিব। তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আর সাকিব ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা করেছেন। 

রবিবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। কিন্তু স্নাতক শেষ করতে পারেননি। ২০১৫ সালে চতুর্থ বর্ষে থাকাকালীন বহিষ্কার হওয়ার পর পড়ালেখা ছেড়ে দেন। পরে কিছুদিন একটি গানের দলে কাজ করেন। এক সময় মোটরসাইকেল চুরিতে জড়িয়ে পরেন। ঢাকার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে মুন্সীগঞ্জে বিক্রি করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার সাজাও হয়।

গ্রেপ্তার অপর আসামি সাকিব আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন বিষয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে ২০১৫ সালে ডিপ্লোমা করেছেন।

ওসি জানান, সাধারণত মোটরসাইকেল চুরির কাজটি অন্যের কাছ থেকেই শেখেন চোররা। তবে তরুণ সে কাজটি শিখেছেন ইউটিউব দেখে। মোটরসাইকেলের তালা কীভাবে ভাঙে সেটা শিখে প্রথমে নিজের মোটরসাইকেলে প্রয়োগ করেন। এরপর শুরু করেন চুরি। প্রথম প্রথম ধরা না পড়লেও পরে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হন। 

সর্বশেষ ২০২১ সালে গ্রেপ্তার হয়ে ১৫ মাস জেল খেটে দুই মাস আগে জামিন পান। জামিনে বেরিয়ে শনিবার রাতে আবারও মোটরসাইকেল চুরি করতে গেলে লোকজন ধরে ফেলেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা