× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু বাম ধারার নেতাদের মূল্যায়ন করেছেন: ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ২২:৫৩ পিএম

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রবা ফটো

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রবা ফটো

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দলে অনেক বাম ধারার সমাজতান্ত্রিক রাজনীতিবিদ দেখতে পেয়ে অবাক হয়েছিলেন। অনেকে তখন সমাজতান্ত্রিক রাজনীতিবিদদের অবহেলা করলেও শেখ মুজিব বিশ্বের দরবারে নতুন দুয়ার খোলা এবং সঠিক বাজার ব্যবস্থাপনার সম্ভাবনা কথা মাথায় রেখে অভ্যন্তরীণ সমালোচনার মধ্যে থেকেও তাদের মূল্যায়ন করেছেন।

গতকাল বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাদুঘরের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাবেক গভর্নরেএসব কথা বলেন। জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকেরের বার্ষিক প্রতিবেদনের পর ‘বাংলাদেশের অভ্যুদয়: তাৎপর্য, সম্ভাবনা ও শক্তি’ শীর্ষক স্মারক বক্তব্য দেন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। 

উদ্বোধনী আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। আলোচনা শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বের শুরুতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এরপর সরকারি সংগীত কলেজ গান পরিবেশন করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা