× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মাননা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ২৩:২১ পিএম

এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় রবিবার তিনজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। সংগৃহীত ফটো

এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় রবিবার তিনজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। সংগৃহীত ফটো

স্বাধীনতা দিবস উপলক্ষে এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় তিনজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে দি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এপেক্স ক্লাব অব বাংলাদেশ। একই সঙ্গে এ বছর স্বাধীনতা পুরস্কার পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার রকিবুল হাসানকেও সংবর্ধনা দেওয়া হয়।

রবিবার (২৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এটি প্রদান করেন জাতীয় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।

সংবর্ধনা পাওয়া তিন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হলেন, মাগুরার লাইলি বেগম, রাজবাড়ীর নুরজাহান বেগম ও কুষ্টিয়ার দুলজান নেছা। এমন সম্মাননার জন্য বসুন্ধরা গ্রুপ ও এপেক্স বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ইমদাদুল হক মিলন বলেন, ‘এখানে প্রধান অতিথি হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর থাকার কথা ছিল। বিদেশ থেকে ফিরতে না পারায় তিনি উপস্তিত হতে পারেননি। বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পেরে তিনি আনন্দিত।’

এ ধরণের মহতি উদ্যোগে যুক্ত করায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এপেক্স বাংলাদেশকে ধন্যবাদ জানান ইমদাদুল হক মিলন।

তিনি বলেন, “বসুন্ধরা গ্ৰুপের স্লোগান ‘দেশ ও মানুষের কল্যাণে’। যেখানে মানুষের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, সেখানে বসুন্ধরা গ্ৰুপ জড়িত থাকে এবং থাকবে। আজকের অনুষ্ঠান সেটিরই একটি উৎকৃষ্ট উদাহরণ।”

এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি আবদুল মতিন সিকদার বলেন, ‘বীর মায়েদের সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। এ আয়োজনে এবিজি বসুন্ধরার আর্থিক, শারীরিক ও মানসিক সহযোগিতার কথা এপেক্স বাংলাদেশ আজীবন মনে রাখবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশের জাতীয় যুব ও নাগরিকত্ব পরিচালক আনোয়ার হোসেন বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সভাপতি এম সায়েম টিপু। এতে আরও উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি 

ফারুক হাসান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন- বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান শাতিল, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি মোহাম্মদ আদিল হায়দার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা