× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাঁকা মহাখালী বাস টার্মিনাল

‘যাত্রী নাই ভাই, যাত্রী নাই’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৪:৪৭ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৫:০১ পিএম

যাত্রী নেই। কাউন্টারে অলস পার করছেন দুইজন টিকিট বিক্রেতা। প্রবা ফটো

যাত্রী নেই। কাউন্টারে অলস পার করছেন দুইজন টিকিট বিক্রেতা। প্রবা ফটো

‘দেখেন না বইসা বইসা পেপার পড়তাছি। কি করুম, সময়তো কাটাইতে হইবো। কি হয়ছে কিচ্ছু বুঝতাছি না। ঈদের বাকি আর দুই দিন। অহনো কোনো যাত্রীর দেখা নেই। জীবনে ঈদের আগে এইরহম অবস্থা দেহি নাই।’ এভাবেই মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার কথা জানাচ্ছিলেন ঢাকা-টাঙ্গাইল রুটের বিনিময় পরিবহনের কাউন্টার ম্যানেজার জাকারিয়া হাই।

বুধবার (১৯ এপ্রিল) সরোজমিন ঘুরে দেখা গেছে, দুপুর গড়িয়ে বিকাল হতে চলল কিন্তু মহাখালী বাস টার্মিনালের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় নেই। পরিবহন সংশ্লিষ্টদের দেখা গেছে অলস সময় পার করতে। হাকডাক দিয়েও মিলছে না যাত্রী।

মহাখালী বাস টার্মিনালের ভিতরে ঢুকলেই গাড়ির হেলপারসহ সংশ্লিষ্টরা এগিয়ে আসছেন, জানতে চাচ্ছেন কোথায় যাবেন? গন্তব্যে ছেড়ে যেতে গাড়িগুলোতে যাত্রী নিতে এভাবেই ডাকছেন তারা। কিন্তু মিলছে না কাঙ্খিত যাত্রী।

আতিক হাসান নামের এক যাত্রী যাবেন ময়মনসিংহ। এসেছেন মগবাজার থেকে। আলাপ হলে তিনি বলেন, ‘এবার ঈদ যাত্রায় কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। আমি গত সপ্তাহে আমার স্ত্রীও সন্তানদের বাড়িতে রেখে এসেছি। অফিস শেষ হওয়ায় এখন আমি আস্তে ধীরে বাড়িতে যাচ্ছি।’ 

ফাঁকা মহাখালী বাস টার্মিনাল। প্রবা ফটো

তিনি মনে করেন ঈদে ৫ দিনের ছুটি হওয়ার কারণে মহাখালী থেকে যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন।

ঢাকা-হালুয়াঘাট রুটের বাস শ্যামলী বাংলা পরিবহনের সহকারী আলমগীর হোসেন বলেন, ‘গতকাল রাত থেকে বসে আছি। এখন দুপুর ২টা। একটা ট্রিপও দিতে পারি নাই। যাত্রী নাই ভাই, যাত্রী নাই।’

কারণ কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এই মহাখালীতে আছি দশ বছর। এমন অবস্থা জীবনেও দেখি নাই। মনে হয় এবার গরম বেশি হওয়ার কারণে যাত্রী চাপ কম। তাছাড়া অনেকেই ঈদের সময় ঝামেলা এড়াতে আগেই বাড়িতে রেখে আসছেন।’

ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী কাজী পরিবহনের কাউন্টার ম্যানেজার রিপন হাওলাদার বলেন, ‘এবার ঈদের ছুটি ৫ দিনের হওয়ার কারণে মানুষের তেমন ভিড় নেই। মঙ্গলবার সন্ধ্যার পর কিছুটা যাত্রীর চাপ ছিল। আজকে তো স্বভাবিক সময়ের চেয়েও কম। তবে সন্ধ্যার পর ও আগামীকাল চাপ বাড়বে বলে হচ্ছে।’

এশিয়া পরিবহনের সহকারী স্বপন জানান, এবারের মতো ঈদযাত্রা তিনি কখনও দেখেননি। মহাখালীতে রাস্তার যানজট হয়। তবে বুধবার সন্ধ্যার পর ও বৃহস্পতিবার যাত্রীর চাপ বাড়তে পারে বলে তার আশা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা