× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমি নির্দোষ, দুদককে ব্যবহার করে হয়রানি করা হচ্ছে: জাহাঙ্গীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৫:২৮ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ১৫:৩৭ পিএম

দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে সাংবাদিকদের কথা বলেন জাহাঙ্গীর আলম। প্রয়াব ফটো

দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে সাংবাদিকদের কথা বলেন জাহাঙ্গীর আলম। প্রয়াব ফটো

দুদককে ব্যবহার করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম। রবিবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় নিজের বিরুদ্ধে উঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক এই মেয়র।

তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘কাল্পনিক’ ও ‘বানোয়াট’ দাবি করে জাহাঙ্গীর বলেন, ‘দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। কিন্তু সরকার আমাকে দুটি প্রজক্টে মাত্র ৬০০ থেকে ৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। এটা কী করে সম্ভব? এটা কাল্পনিক, বানোয়াট ও মিথ্যা।’

গাজীপুরের সাবেক এই মেয়রের ভাষ্য, ‘একজন জনপ্রতিনিধি হিসাবে আমাকে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করে আমাকে হয়রানি করা হচ্ছে। যারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।’

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোট। এ নির্বাচন সামনে রেখে দুদককে ব্যবহার করে হয়রানি করা হচ্ছে দাবি করে জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচনের প্রচারণা চলছে। আমার জন্মদাতা মা (স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন) মেয়র প্রার্থী, আমি প্রধান সমন্বয়কারী। ২৫ তারিখে ভোট। আজ ও আগামীকাল নির্বাচনের প্রচারের শেষ দিন। এমন সময় দুদক আমাকে ডেকেছে। একটি মহল দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করছে।’

ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে জাহাঙ্গীর আলমকে গত ১৫ মে পৃথক দুটি নোটিস দেয় দুদক। ওই নোটিসে তাকে ২১ ও ২২ মে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়। গত ১৬ মে নোটিস দুটি গ্রহণ করেন জাহাঙ্গীর।

এদিকে গত বৃহস্পতিবার দুদকের তলবে হাজির হতে এক মাস সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন জাহাঙ্গীর আলম। এ বিষয়ে কোনো জবাব না পেয়ে আজ দুদকে উপস্থিত হয়ে সময় চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে এসেছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

এসব বিষয়ে দুদকের অনুসন্ধান কর্মকর্তা আলী আকবর বলেন, ‘জাহাঙ্গীর আলম সময় চেয়ে আবেদন করেছেন। এই চিঠি আমরা পেয়েছি। এ বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা