× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নতুন ১৮ ওয়ার্ডে ড্যাপ অনুযায়ী সড়ক নেটওয়ার্ক তৈরি হবে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৬:২৩ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ১৬:৩৯ পিএম

‘নতুন ১৮ ওয়ার্ডে ড্যাপ অনুযায়ী সড়ক নেটওয়ার্ক তৈরি হবে’

বিশদ অঞ্চল পরিকল্পনা অনুসরণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক তৈরি করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

রবিবার (২৫ জুন) সকালে ডেমরার কয়েতপাড়া এলাকায় ৭০ নং ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

শেখ ফজলে নূর তাপস বলেন, ’আমরা পরিকল্পিত নগরায়ণের দিকে নজর দিয়েছি। এজন্য মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) অন্তর্ভুক্ত হয়েছে। সেটাকে অবলম্বন করে নতুন ১৮টি ওয়ার্ডের পুরো সড়ক ব্যবস্থাপনা বা সড়ক নেটওয়ার্ক সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রমের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছি। নতুন ১৮টি এলাকায় বিশদ অঞ্চল পরিকল্পনায় যে সড়কগুলো চিহ্নিত করা আছে, যেভাবে প্রশস্ততা চিহ্নিত আছে এবং আরএসটিপির মাধ্যমে যেভাবে চিহ্নিত আছে, সেভাবেই পরিকল্পনার আওতায় নিয়ে এসেছি।’

রাজস্ব আয় বাড়ার কারণে নতুন ১৮ ওয়ার্ডের জন্যও নিজস্ব অর্থায়নে অনেক কাজ সম্পাদন করা সম্ভব হবে জানিয়ে মেয়র তাপস বলেন, ’ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজ পর্যন্ত এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে। সুতরাং এ কার্যক্রমগুলো (সড়ক প্রশস্তকরণ, নতুন সড়ক নির্মাণ) করতে এখন আমরা সাবলম্বী। নিজস্ব অর্থায়নে আমরা এখন অনেক কাজ এগিয়ে নিয়ে যেতে পারব। সে পরিপ্রেক্ষিতে আসন্ন অর্থবছরের বাজেটে ১৮টি ওয়ার্ডে সড়ক নেটওয়ার্ক সৃষ্টি করতে আমরা আলাদা বাজেট বরাদ্দ রাখব। যাতে করে এই কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারি।’

শেখ ফজলে নূর তাপস বলেন, ’৭০ নং ওয়ার্ডের জন্য অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের ফলে আর মাত্র ১২টি ওয়ার্ডে আমাদের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ কার্যক্রম বাকি রয়েছে। ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা সেটিও সম্পন্ন করতে পারব। দীর্ঘ ৫০ বছরে মাত্র ২৪টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ হয়েছিল। এ যাবত আমরা সবমিলিয়ে ৬৩টি ওয়ার্ডের জন্য বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ শেষ করতে পেরেছি।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান, ৬৯ নং ওয়ার্ডের সালাহউদ্দিন আহমেদ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা