প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৯:৫১ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২০:০৩ পিএম
ছবি : সংগৃহীত
আগামী তিন মাস ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শনে নিয়ে যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। এসব শিক্ষার্থীর পরিবহনের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটির জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন মাস রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শনের কার্যক্রম হাতে নিয়েছে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। যাতায়াতের জন্য তারা বিআরটিসি বাস ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করে। তাদের আবেদনে সাড়া দিয়ে বিআরটিসি কর্তৃপক্ষ ঢাকা শহরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ২০০ জন ছাত্রছাত্রী পরিবহনের জন্য প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে তিন থেকে চারটি বিআরটিসি বাস দিয়ে পরিবহন সেবা দেওয়া শুরু করেছে।
এরই অংশ হিসেবে ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উদয়ণ স্কুলের এবং বৃহস্পতিবার উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের বিআরটিসির বাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করানো হয়েছে।
সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, একেবারে সুলভ মূল্যে এ সেবা দেওয়া হচ্ছে। এই পরিবহন সেবা পেয়ে স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা অনেক আনন্দ প্রকাশ করেছে। উন্নত পরিবহন সেবার এ ধারা অব্যাহত থাকবে।