প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২০:০২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২০:১৩ পিএম
প্রতীকী ছবি
জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয় সংস্কার ও রঙ করার সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) সাতজনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ দলটির। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের মিডিয়া পরিচালক আশরাফুল আলম বলেন, ‘পুরানা পল্টনের মহানগর কার্যালয় সংস্কারকাজ চলছিল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সেখান থেকে ছয়জন শ্রমিক ও অফিসের একজন নিরাপত্তা প্রহরীকে আটক করে নিয়ে যায় পুলিশ। তাদের পল্টন থানায় নেওয়া হয়।’
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন বলেন, ‘জামায়াত অফিস থেকে কাউকে আটক করা হয়নি।’