প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২৩:০৮ পিএম
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে ‘হত্যাচেষ্টা’, মামলা ও নেতাকর্মীদের আটকের প্রতিবাদে আগামী মঙ্গলবার ঢাকায় ও ১১ আগস্ট জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে দলটি।
শুক্রবার (৪ আগস্ট) বিকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘নুরের শারীরিক অবস্থা ভালো নয়। হত্যার উদ্দেশ্যে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়েছে। এতে মস্তিষ্কের কয়েক জায়গায় রক্ত জমে আছে। ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি।’
রাশেদ খান অভিযোগ করেন, মামলা বা জিডি করতে গেলে থানা সহযোগিতা করে না। তাই এবার হামলার পর তারা মামলা করছেন না। জবাব দিতে রাজপথে থাকবেন।
গত বুধবার ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যান নুরুল হক নুর। এ সময় তাদের মিছিলে বাধা ও তর্কাতর্কির এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন নুরসহ সংগঠনের নেতা-কর্মীরা।