প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১০:৩৬ এএম
প্রতীকী ছবি
রাজধানীর সায়দাবাদে ইউনিক পরিবহনের একটি বাসের চাপায় লাল সবুজ বাসের এক সহকারী নিহত হয়েছেন।
শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন
নিহত সুমন লাল সবুজ বাসের সহকারী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সদরে।
নিহতের সহকর্মী লাল সবুজ বাসের চালক সামচু বলেন, ‘আমরা রাতে সায়দাবাদ বাসস্ট্যান্ডে আমাদের গাড়ির চাকা ছাড়ার সময় পিছন থেকে ইউনিক গাড়ি এসে চাপা দেয়। এতে সুমন গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।’