প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১০:০৩ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১১:২৪ এএম
প্রতীকী ছবি
গিয়েছিলেন পিকনিকে। ফেরার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একে একে তিনজন মারা যান। তারা রাজধানীর বাড্ডা থানা এলাকার বাসিন্দা। ঢাকা থেকে গাজীপুরে পিকনিকে গিয়েছিলেন তারা। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও কয়েকজন।
পুলিশ ধারণা করছে, পিকনিকে গিয়ে তারা মদ পান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে রবিবার (২০ আগস্ট) মারা যান।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) শহীদুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শুক্রবার রাজধানীর বেরাইদ থেকে নৌপথে গাজীপুরে গিয়ে পিকনিক পার্টিতে ৭০-৮০ জনের একটি দল অংশ নেয়। সেখানে কয়েকজন মদ পান করেন। পিকনিক থেকে ফেরার পর কয়েকজন অসুস্থবোধ করলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। তার মধ্যে তিনজন মারা যান।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শুক্রবার অসুস্থ অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেলে আনা হলে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজন ভর্তি আছেন। ধারণা করা হচ্ছে, মদের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে।
এদিকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড্ডার স্বাধীনতা সরণি এলাকার বাসায় ফিরেছেন ওই পিকনিকে অংশ নেওয়া এক শিক্ষার্থী। তার বাবা বলেন, শুক্রবার তার ছেলে বন্ধুদের সঙ্গে মিলে গাজীপুরে পিকনিকে যায়। সেখানে তারা কিছু খেয়েছিল। পিকনিক থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) শহীদুল্লাহ বলেন, পার্টিতে অংশ নেওয়া তিনজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। অসুস্থতার বিষয়টি পুরোপুরি গোপন রাখা হয়েছিল। এরই মধ্যে দুজনের দাফনও হয়েছে। তবে অন্য একজনের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। পার্টিতে অংশ নেওয়া আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার আসল কারণ জানতে তদন্ত করা হচ্ছে।