প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৬:২২ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৯:৪১ পিএম
র্যাবের হাতে গ্রেপ্তার সাহেনশাহ। সংগৃহীত ফটো
রাজধানীর পল্লবী এলাকায় লুডু খেলা রাজু নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি সাহেনশাহকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন – র্যাব ৪। বৃহস্পতিবার (২৪ আগস্ট) তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার কর হয়।
এজাহারের বরাতে র্যাব জানায়, গত ২৩ জুলাই পল্লবী এলাকায় মোবাইলে লুডু খেলছিল সামসাদ আলী ওরফে গুল্লা ও রাজু। খেলার এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সাহেনশাহ ও তার সহযোগীদের ডেকে আনে সামসাদ আলী। তারা রাজুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা রাজুকে আহত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ২৬ জুলাই তিনি মারা যান।
র্যাব জানায়, এ ঘটনায় রাজুর স্ত্রী পল্লবী থানায় সাহেনশাহসহ অজ্ঞাতপরিচয় ২-৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সাহেনশাহকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।