প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৮ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫১ পিএম
তেজগাঁও শিল্পাঞ্চল থানা। ছবি : সংগৃহীত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল বিজি প্রেস এলাকায় প্রাইভেট কার থামিয়ে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পথচারীসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, ভুবন চন্দ্র শীল, মো. মামুন ও মো. আরিফুল হক।
আহতদের বরাতে পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে মগবাজারে পিয়াসা বার থেকে প্রাইভেট কারে করে মামুন, খোকন ও মিঠু নামে তিনজন শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ যাচ্ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিটি পেট্রোল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি স্থানে আসার পর চারটি বাইকে করে সাত থেকে আটজন সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে গুলি করে। পরে গাড়ি থেকে তারা নেমে পড়লে মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এ সময় পথচারী ভুবন চন্দ্র শিল রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার মাথায় গুলি লেগে তিনি আহত হন। আরও এক পথচারী আরিফুল হকও ছুরির আঘাতে আহত হন। পরে তাদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভুবন চন্দ্র শীলকে উন্নত চিকিৎসার জন্য পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘তেজগাঁ ও শিল্পাঞ্চল এলাকা থেকে একজন গুলিবিদ্ধ ও দুজন ছুরির আঘাতে আহত হয়েছেন। দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পেরেছি। ফুটেজ দেখে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’