প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:১০ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৫ পিএম
চলচ্চিত্রনির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী। ছবি : ফাইল ফটো
‘ঘুড্ডি’-খ্যাত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সর্বজন শ্রদ্ধেয় নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর প্রতি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে। ওই দিন জোহরের নামাজের পর দুপুর দেড়টায় ধানমন্ডির তাকওয়া জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে চ্যানেল আইতে নিয়ে যাওয়া হবে। এরপর আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে তাকে সমাহিত করা হবে। সৈয়দ সালাহউদ্দীন জাকীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দুজনই কানাডায় থাকেন। তাদের দেশে আসার অপেক্ষায় মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
সালাহউদ্দীন জাকী একাধারে চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, প্রশিক্ষক ও লেখক ছিলেন। ১৯৮০ সালে নির্মিত প্রথম সিনেমা ‘ঘুড্ডি’ দিয়েই জয় করে নেন দর্শক-হৃদয়। সমীহ আদায় করেন চলচ্চিত্র সমালোচকদেরও। এই সিনেমার মধ্য দিয়েই নন্দিত অভিনেত্রী সুবর্ণা মোস্তফার বড়পর্দায় অভিষেক ঘটে। এই সিনেমায় কাওসার আহমেদ চৌধুরীর লেখা ও হ্যাপি আখন্দের গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সৈয়দ সালাহউদ্দীন জাকী ধানমন্ডির বাসায় বসবাস করতেন। সোমবার রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ শোক প্রকাশ করেছেন।
সৈয়দ সালাহউদ্দীন জাকী খুব বেশি চলচ্চিত্র নির্মাণ করেননি। তার নির্মিত আরও দুটি সিনেমা হচ্ছে ‘লাল বেনারসী’ এবং ‘আয়না বিবির পালা’। এ ছাড়া ‘আগামী’, ‘নদীর নাম মধুমতি’, ‘মেঘলা আকাশ’ প্রভৃতি সিনেমার কাহিনীকার তিনি।
১৯৮১ সালে সৈয়দ সালাহউদ্দীন জাকী এফডিসিতে অপারেটিভ ডিরেক্টর হিসেবে যোগ দেন। ১৯৯৬ সাল যোগ দেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক পদে। এরপর যোগ দেন বেসরকারি টেলিভিশন এসএটিভির প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে। সম্প্রতি তিনি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন। একটি ‘অপরাজেয় একা’ অন্যটি ‘ক্রান্তিকাল’। সর্বশেষ লেখালেখি ও চলচ্চিত্রবিষয়ক প্রশিক্ষণ দিয়ে সময় কাটছিল তার।
গুণী নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর জন্ম ১৯৪৬ সালের ২৬ আগস্ট। তিনি ২০২১ সালে একুশে পদক লাভ করেন।