× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দূরপাল্লার বাস আজও বন্ধ, ঢাকায় বেড়েছে যান চলাচল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৪:২১ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৫:১১ পিএম

গাবতলী বাস টার্মিনাল থেকে কোন বাস আজও ছেড়ে যায়নি। প্রবা ফটো

গাবতলী বাস টার্মিনাল থেকে কোন বাস আজও ছেড়ে যায়নি। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে গত দুই দিনের তুলনায় রাজধানীর সড়কগুলোতে যান চলাচল বেড়েছে। তবে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, রামপুরা, শান্তিনগর, কাকড়াইল, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, শ্যামলী ও গাবতলী এলাকা ঘুরে দেখা যায়, গণপরিবহন কম থাকলেও সড়কে সিএনজি অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, পিকআপ এবং প্রাইভেটকার চলাচল বেড়েছে।

উত্তরার বাসিন্দা আজহারুল ইসলাম বলেন, ‘আমি সকালে মোটরসাইকেলে করে উত্তরা থেকে যাত্রাবাড়ী এসেছি। রাস্তায় দুই একটা বাস চলাচল করেছে। তবে মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেটকার বেশি চলাচল করছে।’ 

ফার্মগেট থেকে উত্তরা যাবেন রাবেয়া বসরি। তিনি বলেন, ‘রাস্তায় গাড়ি চলছে। কিন্তু বাস নেই। বাস না চললে অনেক গাড়ি দিয়ে আমরা কী করব? এক ঘণ্টার বেশি হল দাঁড়িয়ে আছি, একটি বাসও আসে না। অথচ রাস্তায় অন্য গাড়ি চলাচল করছে।’ 

বরিশালগামী সূর্য্যমুখী পরিবহনের একটি বাসের কর্মী সোহেল রানা বলেন, ‘সকাল থেকে দুপুর একটা পর্যন্ত মাত্র চারটি টিকিট বিক্রি হয়েছে। এই চারজন নিয়ে কীভাবে বাস ছাড়ব। যাত্রীপূর্ণ হলেই বাস ছাড়ব। তবে বিকালের আগে মনে হয় যাওয়া হবে না।’ 

অন্যান্য কাউন্টারেও আগত যত্রীদের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে। তাদেরকে দুপুর ২টা বা ৩টায় বাস ছাড়ার কথা বলা হচ্ছে। 

বরিশাল যাওয়ার জন্য বেলা ১১টায় গাবতলী এসেছেন শাহীন হাওলাদার। তিনি বলেন, ‘দুই ঘণ্টা আগে টিকিট কাটলাম, এখন শুনি তিনজন যাত্রী হয়েছে। গাড়ি না ছাড়লে আমাদের কেন আশা দিয়ে বসিয়ে রাখা হচ্ছে। গতকাল এসেছিলাম বলল আজ থেকে গাড়ি যাবে। কিন্তু আজ এসে দেখি গাড়ি ছাড়ছে না।’

গাবতলী টার্মিনালের বাইরে পাটুরিয়াগামী বেশ কয়েকটি বাসে যাত্রী উঠানো হচ্ছে। তবে আশানুরূপ যাত্রী না হওয়ায় এখনও বাসগুলো ছাড়ছে না। 

তবে গতকাল রাতে গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে বেশকিছু বাস ছেড়ে গেছে বলে জানিয়েছে বাস-মালিক শ্রমিকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা