× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৭ পিএম

রাজধানীতে বাস চলাচল স্বাভাবিক। প্রবা ফটো

রাজধানীতে বাস চলাচল স্বাভাবিক। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা কম। দূরপাল্লার বাসগুলো চলছে তবে যাত্রী সংখ্যা একেবারেই কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর রামপুরা, মালিবাগ, শাহবাগ, শান্তিনগর, মগবাজার, কাকরাইল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

মগবাজার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য শাহানুর রহমান বলেন, স্বাভাবিকভাবেই সকাল থেকে গাড়ির চাপ কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি বাড়ছে। হরতাল পালনকারী কাউকে এখনও পর্যন্ত দেখিনি। স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। 

কাকড়াইল মোড়ে রিকশা চালক, সুকান্ত জানান, অন্যদিনের চেয়ে গাড়ি কম। সিগন্যালে জ্যাম নেই তেমন। 

শান্তিনগর এলাকায় তরঙ্গ পরিবহনের চালক আনিসুর রহমান বলেন, গাড়ি চালাচ্ছি, কিন্তু যাত্রী কম। 

শাহবাগ মোড়ে দেখা যায়, যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছে। বাস আসলে কিছুটা জটলাও তৈরি হচ্ছে। গণপরিবহনে যাত্রী পাওয়াতেও কোনো অভিযোগ নেই বাস সুপারভাইজারদের। বাহন পরিবহনের সুপারভাইজার রাশেদ বলেন, ‘মোটামুটি যাত্রী পাওয়া যাচ্ছে। মানুষজন দাড়িয়ে থাকছে বাসের জন্য।’ 

মোটরসাইকেল চালক ইমাম হোসেন বলেন, রাস্তায় অনেক গাড়ি চলছে। অন্য দিনের চেয়ে বাসের সংখ্যা কম থাকায় আজ বেশি যাত্রী পাচ্ছি।

সাব্বির হোসেন নামে এক পথচারী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কিসের হরতাল আজকে, আমি তো জানি না। কতদিন পর্যন্ত হরতাল! আমি চট্টগ্রাম থেকে ঢাকায় পিজিতে ডাক্তার দেখাতে এসেছি। এখন মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যাবো। পরে সেখান থেকে চট্টগ্রাম ফিরে যাবো।’ 

কবির হোসেন নামে এক যাত্রী বলেন, ‘আমি একটু অফিসের কাজে কলাবাগান যাচ্ছি। এমনিতে গাড়িতে তেমন সমস্যা হয়নি। কোনো অস্বাভাবিক পরিস্থিতিও চোখে পড়েনি। বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে পরে বাস পেয়েছি।’

তবে মাঝে মাঝে দু-একটি বাসে যাত্রী তুলনামূলক কমও লক্ষ্য করা যায়। রজনীগন্ধ্যা পরিবহনের সুপারভাইজার সুজন বলেন, ‘আজকে যাত্রী কিছুটা কম। এখনো বাসে সিট খালি অর্ধেকের বেশি।’ 

গণপরিবহনের পাশাপাশি সিএনজি, প্রাইভেটকার, মোটরসাইকেলের চলাচলও স্বাভাবিক ছিল। সিগনালগুলোতে গাড়ির লম্বা যানজট লক্ষ্য করা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা